২৮ জানুয়ারি, ২০২২ ১৯:৪৭
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

ভোট পড়েছে ৮৫.২৮ শতাংশ

অনলাইন প্রতিবেদক

ভোট পড়েছে ৮৫.২৮ শতাংশ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ভোটগ্রহণ শেষে গণনা চলছে।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে ৩৬৫ জন ভোট দিয়েছেন। শতকরা হিসেবে ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

তিনি বলেন, ‌‘এখন গণনা চলছে। এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেছেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেছেন।স্বতন্ত্র প্রার্থী দুজন। শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৪ জন প্রার্থী।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর