বাংলাদেশের মুক্তি পেয়েছে সায়েন্স ফিকশন ডিজাস্টার ঘরানার ছবি ‘মুনফল’। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। পৃথিবীকে কেন্দ্র করে এটি তার নিজের কক্ষপথে ঘুরছে। কিন্তু নিজ কক্ষপথ থেকে চ্যুত হয়ে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষের শঙ্কা নিয়ে তৈরি হয়েছে ছবিটি।
ছবিটিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উপপরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন হ্যালি বেরি। গুরুত্বপূর্ণ দুইটি চরিত্রে অভিনয় করেছেন প্যাট্রিক উইলসন ও জন ব্রাডলি।
ছবিটি পরিচালনা করেছেন ‘মাস্টার অব ডিজাস্টার ফিল্মস’ খ্যাত রোলাঁ এমরিখে। সারা বিশ্বে গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মুনফল। একই দিন বাংলাদেশেও মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। ঢাকার স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা