ডাইনোসর আর মানবজাতি কি শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে? কৃত্তিম উপায়ে পরীক্ষাগারে তৈরি ডাইনোসর কি মানব জাতির পক্ষে প্রচ্ছন্ন হুমকি? নাকি এখান থেকেই শেষের শুরু। জুরাসিক দুনিয়ার বেশ কয়েকটি সিকুয়ালে যে প্রশ্ন বার বার এসেছে আপনার মাথায় সেই সব প্রশ্নের যাবতীয় উত্তর নিয়ে হাজির হল জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়নের ট্রেলার। একই সঙ্গে উস্কে দিল নানা স্মৃতি। চমক রয়েছে আরও।
এবার একসঙ্গে হাজির হচ্ছেন জুরাসিক দুনিয়ার তিন বড় বিজ্ঞানী স্যাম নিল, লরা ডার্ন ও জেফ গোল্ডব্লুম। ১৯৯৩ সালে স্পিলবার্গের জুরাসিক পার্কে তাদের এখনও পর্যন্ত প্রথম ও শেষ বার দেখা গিয়েছিল। ছবিতে তাদের নাম ছিল অ্যালান গ্র্যানড়, এলি স্যাটলার ও ইয়ান ম্যালকম। দেখা যাবে সাবেক সরীসৃপ প্রশিক্ষক ক্রিস প্যাটকেও।
ট্রেলার প্রকাশের পর দর্শকরা নস্টালজিক। কিছুটা আবেগপ্রবণ। পাকা দাঁড়ির অ্যালানকে দেখে মনে পড়ে যাচ্ছে ছোটবেলা। আবারও সেই ডাইনোসর আখ্যান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভিএফএক্স আরও মজবুত, দুর্দান্ত গ্রাফিক্স কাজ। ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের। নস্টালজিয়া হাতছানি উপেক্ষা করতে হবে আরও বেশ কিছু মাস। আগামী জুন মাসের ১০ তারিখ মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন। দেখা যাবে থ্রিডিতেও।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ