ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশানকে ২০১৯ সালে প্রথমবার জুটি হয়ে হাজির হতে দেখা যায় রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ছবিতে। এরপর কয়েকটি ছবি নিয়ে কথা হলেও ব্যাটে-বলে মেলেনি। অবশেষে তিন বছর পর ফের জুটি হচ্ছেন ববি ও রোশান। ‘পাপ’ নামের নতুন একটি ছবিতে তাদের দেখা যাবে।
সৈকত নাসির পরিচালিত ছবিটির শুটিং আগামী ১০ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ‘পাপ’ নির্মাতা সৈকত বলেন, ‘ববি ও রোশান ভালো অভিনয় করেন। আমাকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে ছবিটি পরিচালনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গল্পটি ভালো। তাছাড়া ববি ও রোশান দু’জনই আমার প্রিয়। আশা করছি, ভালো কিছুই হবে । ’
ছবিটি নিয়ে ববি বলেন, ‘ছবির গল্পটা থ্রিলারধর্মী। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। সৈকত নাসিরও মেধাবী পরিচালক। সব মিলিয়ে ভালো কিছু হবে।’ রোশান বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। তারা কোনো কাজের প্রস্তাব দিলে চোখ বন্ধ করে রাজি হয়ে যাই। অন্যদিকে সৈকত ভাই আমার অন্যতম প্রিয় পরিচালক। অবশেষে তার সঙ্গে কাজের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।’
বিডি-প্রতিদিন/শফিক