শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৯

এ বছরই প্রচারে আসছে ‘সৌদি আইডল’

অনলাইন ডেস্ক

এ বছরই প্রচারে আসছে ‘সৌদি আইডল’

ইন্টারন্যাশনালের আইডলের নতুন সংস্করণ সৌদি আইডল শুরু হতে যাচ্ছে। আগামী অক্টোবর থেকে এর শুটিং শুরু হবে। এর মাধ্যমে প্রতিভাধর শিল্পীদের খুঁজে বের করা হবে। খবর আরব নিউজের

প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন সৌদি গায়ক আসিল আবু বকর, আমিরাতি গায়িকা ও অভিনেত্রী আহলাম, জনপ্রিয় আরব গায়ক আসালা (সিরিয়ান) এবং ইরাকি-সৌদি গায়ক ও সুরকার মাজেদ আল-মোহান্দেস।

জানা গেছে, সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) এবং এমবিসি গ্রুপের মধ্যে অংশীদারত্বে আন্তর্জাতিক অনুষ্ঠানটি নির্মাণ এবং সম্প্রচার করা হবে।

শনিবার সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল-শিখ জানিয়েছেন, ‘অনুষ্ঠানটির প্রথম পর্ব এই বছরের ডিসেম্বরে প্রচারিত হবে। 

অনুষ্ঠানে নিবন্ধন করতে আহ্বান জানিয়ে এমবিসি এক টুইট বার্তায় লিখেছে, ‘আপনার কণ্ঠ কি সুন্দর? আপনি কি গান গাইতে চান? আপনি কি প্রতিযোগিতা পছন্দ করেন? জনপ্রিয়তা এবং খ্যাতির জগতে প্রবেশ করতে আগ্রহী? তাহলে সবচেয়ে বড় গানের প্রতিযোগিতার আসরে অংশগ্রহণ করুন। সুযোগ হাতছাড়া করবেন না, এখনই নিবন্ধন করুন। ’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর