আবারও একসঙ্গে পর্দায় স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হক অর্ষা। সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হলো নাটকটির শুটিং। নাম ‘সে চুলও বাঁধে’। নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। এ নাটকের মধ্য দিয়ে ৩ বছর পর অপূর্বর সঙ্গে জুটি বাঁধলেন অর্ষা। এই জুটি সর্বশেষ কাজ করেছিলেন ২০১৯ সালে ‘এক হৃদয়হীনা’ টেলিছবিতে; যেটি পরিচালনা করেছিলেন শিহাব শাহীন।
নাজিয়া হক অর্ষা বলেন, ‘গল্পটা খুবই চমৎকার। সমাজে একজন কর্মজীবী নারীর কর্ম পরিবেশ কেমন হয়, সেসব নিয়ে গল্পটা এগোলেও এখানে অনেক বিষয় কাজ করে। গল্পটা ভালো লাগার অন্যতম কারণ হলো, আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি, ভুলের পর যখন কোনো একটা সিদ্ধান্তে পৌঁছায় তখন আমাদের ভুলটা আরও দ্বিগুণ হয়ে যায়। যার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই। এরকম অনেক বিষয় রয়েছে গল্পটায় যেটা আমাদের সঙ্গে প্রতিনিয়তই ঘটে।’
অপূর্বর সঙ্গে এর আগে প্রায় ১০টির মতো নাটকে জুটি বেঁধে কাজ করেছেন অর্ষা। জানা গেছে, খুব শিগগিরই নাটকটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এবং ইউটিউবে অবমুক্ত হবে।