মুক্তির আগেই দক্ষিণ ভারতের নায়ক সুরিয়ার নতুন সিনেমা হইচই ফেলে দিয়েছে। তার সিনেমা ‘সুরিয়া ৪২’-এর হিন্দি স্বত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপিতে।
শিবা পরিচালিত ছবিটির শুটিং সবেমাত্র ৬০ শতাংশ শেষ হয়েছে। শিগগিরই শুরু হবে বাকি অংশের শুটিং।
বড় বাজেটের সিনেমাটি নিয়ে দর্শকেরাও অপেক্ষায়। আগামী মার্চ মাসের মধ্যে শুটিং শেষ করে ২০২৩ সালেই মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, ১০০ কোটি রুপিতে সিনেমাটির হিন্দি স্বত্ব কিনেছেন প্রযোজক জয়ন্তলাল গাদা। এ ছাড়াও তার প্রযোজনা সংস্থা সিনেমাটির ডিজিটাল, টিভি ও প্রেক্ষাগৃহে পরিবেশকের স্বত্বও কিনেছে। তবে সবই সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব।
সিনেমাটিতে সুরিয়ার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।
চলতি বছর ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেক মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় অভিনয় করেই গত বছর ভারতের জাতীয় পুরস্কার পান সুরিয়া। তবে হিন্দি রিমেকে তাঁর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিটিতে অবশ্য সুরিয়া অতিথি চরিত্রে অভিনয় করবেন।
বিডি প্রতিদিন/নাজমুল