শিরোনাম
১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:১০

শাহরুখ খানের এই হাতঘড়ির দাম শুনলে অবাক হবেন

অনলাইন ডেস্ক

শাহরুখ খানের এই হাতঘড়ির দাম শুনলে অবাক হবেন

সংগৃহীত ছবি

বক্স অফিসে ‘পাঠান’ ঝড়। ব্যবসার অঙ্কে বিশ্বজুড়ে হাজার কোটির দিকে দৌড়ে চলেছে ‘পাঠান’। ঠিক এই সময়ই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খানের ভিডিও। যদিও এটা দীপিকার নতুন ব্রান্ডের প্রচার। সব কিছুর মাঝে ভাইরাল হল শাহরুখের হাতের নীল ঘড়ি। বাদশার হাতের দারুণ ঘড়ি দেখে নেটদুনিয়ায় হইচই। কোন কোম্পানির ঘড়ি, কত দাম, তা জানতে নানা জল্পনা।

জানা গেছে, শাহরুখের ঘড়িটি বিদেশি সংস্থা ‘অডেমার্স পিগুয়েট’র। এই ঘড়িটির দাম প্রায় ৪.৯৮ কোটি ভারতীয় রুপি। । যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি টাকার বেশি। দাম শুনে বিস্মিত হয়েছেন অনেকেই। কারো মনে হয়েছে, সারা জীবন চাকরি করে অবসর নেওয়ার পরেও এতো টাকা একসঙ্গে পাওয়া যায় না। তবে অবশ্য শাহরুখের ঘড়ির দাম শুনে চমকে ওঠেননি, এই সংখ্যাটা অনেক বেশি। প্রথমবার শাহরুখ কোনো বহুমূল্য জিনিস পরলেন, এমন তো নয়। ব্যক্তি শাহরুখ যে অত্যন্ত শৌখিন মানুষ, বাইরে থেকে হলেও ‘মান্নাত’ দেখলে তা বোঝা যায়।

এদিকে, ‘পাঠান’ ছবির সাফল্য দেখে আপ্লুত শাহরুখ খান। সম্প্রতি টুইট করে সেই উচ্ছ্বাস প্রকাশও করেছেন এসআরকে। নিন্দুকরা মনে করছিল শাহরুখের দিন শেষ। তবে যে অভিনয়ই তাকে বলিউডের বাদশা বানিয়েছে, সেটাকে ছাড়বেন কি করে? চার বছর পর পর্দায় পাঠান হয়ে কামব্যাক করলেন তিনি। পাঠান মুক্তির দিন থেকেই নানা বক্স অফিস রেকর্ড ভেঙে হাজার কোটির ক্লাবে। সব বিতর্ককে পিছনে ফেলে পাঠানের উজ্জ্বল আলো গোটা বিশ্বে।

সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর