সম্প্রতি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেকে নাস্তিক বলেছিলেন পরিচালক এস এস রাজামৌলি। তা নিয়ে শুরু হয় বিতর্ক। এই বিতর্কেই পাশে পেলেন কঙ্গনা রানাউতকে। যে কঙ্গনা নিজেকে গর্বিত হিন্দু হিসেবে দাবি করেন, তিনি হিন্দুত্ববাদীদেরই একহাত নিয়েছেন।
সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাজামৌলি জানান, এক সময় তিনি ঘোর আস্তিক ছিলেন, কিন্তু পরে নাস্তিক হয়ে যান। ঈশ্বরে তার বিশ্বাস নেই। কিন্তু রামায়ণ, মহাভারতের গল্প ছোটবেলা থেকে পড়ছেন এবং তার খুবই ভাল লাগে। এই পৌরণিক মহাকাব্য, শ্রুতিগল্পের প্রভাব যে তার সিনেমাতে পাওয়া যায়, তাও অস্বীকার করেননি গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ‘RRR’ সিনেমার পরিচালক। এতেই বিতর্কের সৃষ্টি হয়।
এমনই একটি খবর শেয়ার করে কঙ্গনা লেখেন, সব সময় পতাকা নিয়ে ঘুরতে হয় না। আমাদের কাজই আমাদের পরিচয়। একজন গর্বিত হিন্দু হিসেবেই সমস্ত ধরনের ট্রোল, নেতিবাচক মনোভাব, আক্রমণের বিরোধিতা করছি। আমরা সকলের জন্যই সিনেমা তৈরি করি।
এরপরই আবার কঙ্গনা লেখেন, রাজামৌলি স্যার পানির মধ্যেও আগুনের মতো জ্বলে উঠতে পারেন। সাবধান! আমি তার বিরুদ্ধে কোনো কথা সহ্য করব না। উনি একজন জাতীয়তাবাদী এবং অত্যন্ত মেধাবী মানুষ। ওনাকে পেয়ে আমরা ধন্য।
বিডি প্রতিদিন/এমআই