ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। স্ত্রী আলিয়া সিদ্দিকি তাকে একের পর পর অভিযোগে বিদ্ধ করেছেন। এমনকি, তাদের দাম্পত্য কলহের পানি গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুললেন তার পরিচারিকা। স্ত্রী আলিয়া ও তার দুই সন্তান ভারতে চলে আসার পর দুবাইয়ে আটকে রয়েছেন তিনি। নেই অর্থকড়ি, নেই কোনও খাবারও। ভিডিও করে নিজের করুণ অবস্থার কথা জানালেন নওয়াজের দুবাইয়ের পরিচারিকা।
দুবাইয়ে পরিচারিকাকে আটকে রেখেছেন তিনি, নওয়াজের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করে টুইট করেন আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজওয়ান। সেই টুইটেই তিনি শেয়ার করেন পরিচারিকার ভিডিও। পরিচারিকার অভিযোগ, তাকে ভুল তথ্য দিয়ে কাজে নেওয়া হয়েছিল। তিনি জানান, এক অজানা সংস্থার সেলস ম্যানেজারের পদের জন্য তাকে কাজে নিয়েছিলেন বলিউড অভিনেতা। তারপর তাকে আলিয়ার দুই সন্তানের দেখাশোনার কাজে লাগানো হয়। দুবাইয়ে লেখাপড়া করত নওয়াজ ও আলিয়ার দুই সন্তান। তাদের দেখাশোনার কাজ করতেন ওই পরিচারিকা। তার দাবি, ভিসার মূল্য দেওয়ার অজুহাতে তাকে কখনও বেতন পর্যন্ত দেননি অভিনেতা। সঙ্গে তার অভিযোগ, দুবাইয়ে কোনও অর্থকড়ি ও খাবার ছাড়াই তাকে ফেলে রেখে চলে গেছেন অভিনেতা।
পরিচারিকার এই ভিডিও টুইটারে শেয়ার করেন নওয়াজের স্ত্রী আলিয়ার আইনজীবী। পরিচারিকাকে বিদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানান রিজওয়ান। পাশাপাশি, পরিচারিকাকে তার প্রাপ্য বেতন দেওয়ারও আহ্বান জানান তিনি।
গত মাসে বলিউড অভিনেতা নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে তাকে খেতে না দেওয়া, শৌচাগার ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ তোলেন স্ত্রী আলিয়া সিদ্দিকি।‘সেক্রেড গেমস’ অভিনেতার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা ও প্রতারণার অভিযোগও দায়ের করেছেন তিনি। এমনকি, নওয়াজের মা আলিয়ার দ্বিতীয় সন্তানকে ‘অবৈধ’ বলে দাবি করায় নিজের সন্তানের পিতৃত্ব পরীক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন নওয়াজের স্ত্রী। ব্যক্তিগত জীবনে একের পর এক সমস্যার সম্মুখীন হওয়ায় পিছিয়ে গেছে অভিনেতার পরবর্তী ছবির মুক্তিও।
বিডি প্রতিদিন/কালাম