১০ মার্চ, ২০২৩ ১৫:৫২

সাই পল্লবী সীতা, রণবীর রাম?

অনলাইন ডেস্ক

সাই পল্লবী সীতা, রণবীর রাম?

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী নাকি বলিউড অভিষেকের দ্বারপ্রান্তে। আর শুরুতেই তাকে দেখা যাবে `রামায়ণ' সিনেমার সীতার চরিত্রে।

আর তার বিপরীতে রাম হিসেবে থাকবেন রণবীর কাপুর। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে ভারতের নানা গণমাধ্যমে।

নির্মাতা মধু মান্টেনার ‘রামায়ণ’ দিয়েই সাই বলিউড যাত্রা করছেন, এমন খবরের বিপরীতে এখনও মুখ খোলেননি এই অভিনেত্রী।

সীতা চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। এমন খবরও চাউর হয়েছিল। তবে জানা গেছে এবার সীতা নয় একই নির্মাতার ছবিতে ‘দ্রৌপদী’ রূপে আসছেন দীপিকা। 

শোনা যাচ্ছে ‘রামায়ণ’ নির্মাতারা সীতার ভূমিকায় সাই পল্লবীকেই বেছে নিয়েছেন তার জনপ্রিয়তার কারণে।

অনেকে সংবাদমাধ্যম খবরও দিয়েছে যে, এই সিনেমার চুক্তিপত্রেও সই করেছেন সাই।  রণবীরও নাকি সই পর্ব সেরে ফেলেছেন। 

তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কোনো পক্ষ থেকে ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর