প্রথমেই সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি সব সময়ই ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আমার কাছে ঈদ মানেই পরিবারের সবাইকে নিয়ে উৎসবের খুশি ভাগাভাগি করে নেওয়া। তবে শুধু পরিবারই নয়, আমি ঈদের আনন্দ সবার মাঝে দেখতে চাই। তাই চেষ্টা থাকে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কিছু না কিছু করার।
যতটুকু সম্ভব আমি গিফট দেওয়ার চেষ্টা করি। আসলে দিতে পারাটাই অনেক বড় একটা আনন্দ। এটা আমার বাবার থেকে শিখেছি, আসলে নেওয়ার থেকে দেওয়ার আনন্দটা অনেক বেশি। এই ভাবনা থেকে আমি প্রতিবারই ঈদের আনন্দ এতিমদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি।
ঈদের দিন টুকটাক রান্নাও করা হয়। চিকেনের আইটেমগুলো আমার বেশি পছন্দের। যেমন চিকেন রোস্ট-টিক্কা-তন্দুরি করা হয়ই। এর বাইরে ঈদ মানে চটপটি আমার চাই-ই চাই। এটাও আমি নিজে করি, পরিবারের অন্যরাও এটা পছন্দ করে। এছাড়া এবারের ঈদ আমার জন্য স্পেশাল যে, ঈদে আমার ‘পাপ’ ছবিটি মুক্তি পাচ্ছে। পরিকল্পনা রয়েছে ছবিটি অডিয়েন্সদের সঙ্গে সিনেমা হলে দেখার।
-ইয়ামিন হক ববি
চলচ্চিত্র অভিনেত্রী