১৯ মে, ২০২৩ ১৩:৪০

এবার প্রকাশ্যে এল শাহরুখপুত্রকে মাদক মামলায় ফাঁসানোর নতুন তথ্য!

অনলাইন ডেস্ক

এবার প্রকাশ্যে এল শাহরুখপুত্রকে মাদক মামলায় ফাঁসানোর নতুন তথ্য!

সমীর ওয়াংখেড়ে (বামে) ও আরিয়ান খান। সংগৃহীত ছবি

প্রায় দু’বছর পর ফের কাটাছেঁড়া শুরু হয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলা নিয়ে। তবে এবার যাকে ঘিরে যাবতীয় বিতর্ক, তিনি ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে। তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আরিয়ানকাণ্ডে প্রায় ২৫ কোটি রুপি ঘুষ দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে শুধু ঘুষ নেওয়াই নয়, আরিয়ানকাণ্ডে এক নতুন দাবি করলেন সমীরের প্রাক্তন সহকর্মী আইপিএস অফিসার জ্ঞানেশ্বর সিং। মাদক মামলার এফআইআর-এ শেষ মুহূর্তে ঢোকানো হয়েছে আরিয়ানের নাম।

সমীরের প্রাক্তন সহকর্মী জ্ঞানেশ্বর সিং একটি হলফনামায় জানান, এফআইআর –এ আগে নাম ছিল না শাহরুখপুত্র আরিয়ানের। শেষ মুহূর্তে বেশ কয়েকটি নাম বাদ দিয়ে নতুন কিছু নাম যোগ করা হয়। যে তালিকায় ছিলেন আরিয়ান ও তার বন্ধু আরবাজ মার্চেন্ট।

সিবিআই সূত্র জানিয়েছে, সমীর যে ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি করতে দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন, তার প্রমাণ পাওয়া গেছে। বহুবার বিদেশভ্রমণ, দামি ঘড়ি, বিলাসবহুল জীবনযাত্রার হিসাব মিলেছে। এই জীবনযাপনের সঙ্গে সমীরের আয়ের কোনও সঙ্গতি পায়নি সিবিআই। তারপরই মামলা দায়ের করে সিবিআই।

সম্প্রতি সমীরের বিরুদ্ধে সমন জারি হয়। সেই সময় প্রাক্তন এই অফিসার দিল্লি হাইকোর্টের কাছে সমন তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন। এরপর হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করেন। তিনি চাইলে মুম্বাই হাইকোর্টেও যেতে পারেন বলে জানিয়েছিলেন দিল্লি হাইকোর্ট। সিবিআই জানিয়েছে, ২২ মে পর্যন্ত সমীরের বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি হবে না, যদি সিবিআই-এর থেকে তিনি লিখিত অনুমোদন নেন।

বছর দুয়েক আগে মুম্বাই উপকূলে ভাসমান একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন সমীর। ২৯ দিন জেলে থাকার পর জামিনে ছাড়া পান আরিয়ান। ২০২২ সালের মে মাসে সাক্ষ্যপ্রমাণের অভাবে এনসিবি আরিয়ানের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করে নেয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর