আজ ১৯ জুলাই নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের একাদশ প্রয়াণ দিবস। দিনটিতে নুহাশ পল্লীতে এসে বিস্তর অভিযোগ তুললেন তার স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বুধবার সকালে দুই ছেলেকে নিয়ে নুহাশপল্পীতে হুমায়ূন আহমেদের সমাধীতে ফুলেল শুভেচ্ছা ও কবর জিয়ারত করতে যান তিনি।
এ সময় শাওন সাংবাদিকদের বলেন, ‘হুমায়ূন আহমেদের অনেকগুলো নাটক-সিনেমা কোনো রকম অনুমতি ও চুক্তিপত্র ছাড়াই দেশের প্রথম সারির কিছু ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে চালানো হচ্ছে। এগুলোর বিষয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে চুক্তি ছিলো না। ওনার অবর্তমানে যারা উত্তরাধিকারী আছেন তাদের সঙ্গেও কোনো রকম কথা হয়নি। যা সম্পূর্ণ অনৈতিক। এটা যে অনৈতিক সেটা সাধারণ মানুষও জানেন। এটা জানার জন্য আইনের লোক হতে হয় না।’
বিষয়টি নিয়ে মৌখিকভাবে অভিযোগ করেও উপযুক্ত জবাব পাননি বলেও জানান শাওন। তার কথায়, ‘আমি প্রাথমিকভাবে ওটিটি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষকে অভিযোগ করেছি। কিন্তু তারা সদত্তোর দিতে পারেননি।’
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। বাবা মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। খ্যাতিমান লেখক শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল তার অনুজ। ছোট ভাই আহসান হাবীব নামকরা কার্টুনিস্ট ও রম্যলেখক।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ হুমায়ূন পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা। এছাড়াও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার। হুমায়ূন আহমেদ ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মারা যান।
বিডি-প্রতিদিন/শফিক