২২ মে, ২০২৪ ২২:৩৩

আপাতত নাটক নিয়েই ব্যস্ত থাকতে চাই : ফারিন খান

অনলাইন প্রতিবেদক

আপাতত নাটক নিয়েই ব্যস্ত থাকতে চাই : ফারিন খান

ফারিন খান

ইতিমধ্যে শোবিজে নিজের অবস্থানের জানান দিয়েছেন গ্ল্যামার গার্ল ফারিন খান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করেছেন মিউজিক ভিডিও, টিভিসি, সিনেমা ও নাটকে। বর্তমানে একাধিক ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত ফারিন। সম্প্রতি তার ‘ঠিকানা’ শিরোনামের একটি নাটক দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

বর্তমান ব্যস্ততা নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে ফারিন বলেন, ‘আপাতত নাটকের কাজই করা হচ্ছে। আর আমার কাজের পরিকল্পনায় অতি সম্প্রতি নাটক নিয়েই ব্যস্ত থাকতে চাই। এই মুহূর্তে নাটকের বাইরে কোনো প্ল্যান নেই। তবে ব্যাটে বলে মিলে গেলে দু’একটা ওটিটির কাজ করার ইচ্ছা রয়েছে।’

নাটক নিয়ে ধারাবাহিক দর্শক সাড়ায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন, ‘নাটকে দর্শকের প্রচুর সাড়া পাচ্ছি। সম্প্রতি মুশফিক আর ফারহান ভাইয়ার সাথে জুটি হয়ে করা ‘ঠিকানা’ নাটকটি দর্শক প্রচণ্ডভাবে গ্রহণ করেছেন। যা এরই মধ্যে ৫ মিলিয়েনের বেশি দর্শক দেখেছেন। সুন্দর একটা পারিবারিক গল্পের নাটক এটি।’

এছাড়া এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই জানিয়ে ফারিন আরও বলেন, ‘প্রায়ই সিনেমার অফার পাচ্ছি, তবে আপাতত সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই। আসছে ঈদেও বেশ কয়েকটি নাটক আসবে আমার। সেগুলো নিয়েই ব্যস্ততা। এরই মধ্যে বেশ কিছু কাজের শুটিং সম্পন্ন করেছি, বাকি কয়েকটির শুটিং শিডিউল অনুযায়ী হবে। এর বাইরে একটু অবসর পেলেই নাচের চর্চাটা চালিয়ে যাচ্ছি।’

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর