নিস্তার নেই সালমান খানের। আবারও ফোনে হুমকি দেয়া হল তাকে। এবার এক সপ্তাহের মধ্যে দু’বার হুমকি পেলেন এই বলিউড অভিনেতা। সোমবার রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্সবিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটস্অ্যাপে ফোন এই হুমকিবার্তা এসেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া বছর ৩৫-এর যুবককে।
ফোনে বলা হয়, “লরেন্সের ভাই বলছি, সালমান খানকে যদি বাঁচাতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনটিই যদি না করেন, তবে সালমানকে হত্যা করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে।” যদিও পরে জানা যায়, এই ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল নন। ওই যুবকের নাম বিক্রম। কর্নাটকের বাসিন্দা। পেশা অবশ্য জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে আসা হচ্ছে বিক্রমকে।
তবে পাঁচ কোটি চেয়ে এই প্রথম নয়, হুমকিবার্তা আগেও এসেছে। গত ১৮ অক্টোবর মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সালমান খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এর পরই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। তদন্তে নেমে পুলিশ জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযোগ, বিষ্ণোইয়ের নাম করে সে-ও সালমানকে হুমকি দিয়েছিল! এই একই কায়দায় হুমকি পাঠিয়েছে কর্নাটকের বিক্রমও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমকিবার্তা আসছে সালমানের কাছে। তবে ভয় পেয়ে নিজেকে গৃহবন্দি রাখেননি সলমন। সিনেমা থেকে বিজ্ঞাপন কিংবা রিয়্যালিটি শো; সবকিছুরই শুটিং করছেন অভিনেতা।
বিডি প্রতিদিন/নাজমুল