হে বিজ্ঞ ফেসবুক সেলিব্রেটি...
‘দুনিয়া বদলে ফেলব’ টাইপের কয়েকখানা ফেসবুক স্ট্যাটাস প্রসব করে লাইক-কমেন্ট-ফলোয়ার বাড়ানো যায়। কিন্তু নিজস্ব লোকদের “আপনি একদম হুমায়ূন আহমেদ এর মতো লিখেন!”, “হুমায়ূন সাহেবের পর একমাত্র আপনিই...”, “আপনি আমাদের যুগের হুমায়ূন আহমেদ” ধরনের মন্তব্য দেখে বাকবাকুম করলে আপনি রামবোকাদের স্বর্গে বসবাস করছেন।
ফেসবুক ফলোয়ারদের কথায় হুমায়ূন আহমেদ হয়ে যাওয়া যায় না। বাস্তব জীবনে পা রাখেন- বই ছাপেন, তারপরে দেখেন আপনি হুমায়ূন আহমেদ নাকি ...!'
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৯/মাহবুব