Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ জুলাই, ২০১৯ ১৭:৩৫
আপডেট : ৯ জুলাই, ২০১৯ ১৮:৫২

সেলুনে ঘাড় ফোটাতে গিয়ে এই অবস্থা হয়েছে তার

মোহাম্মদ আলী

সেলুনে ঘাড় ফোটাতে গিয়ে এই অবস্থা হয়েছে তার

এক্সরেটি তীব্র ঘাড় ব্যথা নিয়ে আসা একজন ২৮ বছর বয়সী যুবকের। উনার ঘাড়ের ৪ নম্বর কশেরুকা থেকে উপরের অংশ পেছন দিকে সরে গেছে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সারভাইক্যাল স্পন্ডাইলোলিসথেসিস বলে। সহজ বাংলায় ঘাড় মচকে বা ভেঙে যাওয়া।

ইতিহাস নিয়ে জানা গেল সেলুনে ঘাড় ফোটাতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। ঘটনা কতটা ভয়াবহ! সবার উচিৎ সেলুনের ঘাড় ফোটানো বা ম্যাসাজ থেকে বিরত থাকা।

লেখক: ফিজিওথেরাপি বিশেষজ্ঞ

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৯/মাহবুব


আপনার মন্তব্য