ভুল করেছিল আমেরিকা। ভুল করেছিল ইতালিসহ ইউরোপ।
ঘরে থাকার নির্দেশনা মানেনি। এখন সেসব দেশে লাশের মিছিল।
আমাদের দেশে মাত্র কয়েকদিনে সবাই অস্থির হয়ে গেছেন।
ঘর থেকে বের হয়ে আসছেন অযথাই। ভীড় করছেন।
জনসমাগম করছেন। নিজের এবং সবার মৃত্যুর মত বিপদ ডেকে আনছেন।
দেশকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেবেন না।দোহাই লাগে, ঘরে থাকুন। জীবন আগে।
বেঁচে থাকলে আড্ডা অনেক দিতে পারবেন। ঘুরে বেড়াতে পারবেন।
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সুনামগঞ্জসহ সারাদেশে সেনাবাহিনী কঠোর হবে। সুনামগঞ্জে মোটরসাইকেল আটকাবে পুলিশ বাহিনী।
তার আগে নিজেদের স্বার্থে নিজেরাই সচেতন হোন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/কালাম