১ জুন, ২০২০ ১৪:২৮

“সাবধান!!! সাবধান!!!”

মেহের আফরোজ শাওন

“সাবধান!!! সাবধান!!!”

সংগৃহীত ছবি

গতকাল থেকে শুরু হয়ে গেছে স্বাভাবিক (!) জীবনযাত্রা। সীমিত আকারে!
সাধারণ মানুষ কর্মক্ষেত্রে যাবেন, স্বাস্থ্যবিধি মেনে (!) গণপরিবহনে উঠবেন, কলকারখানার চাকা চালু হবে- ঘুরবে অর্থনীতির চাকাও!
মিডিয়া পাড়ায় চঞ্চলতা! সাবধানতা অবলম্বন করে (!) শুরু হতে যাচ্ছে কাজ!
আসলেই তো! কাজ না করলে কি চলবে আমাদের?
কিন্তু গতকালই যে করোনায় ৪০ জনের মৃত্যু হয়ে নতুন রেকর্ড তৈরি করেছে! মৃতের সংখ্যা সব মিলিয়ে ৬৫০!
ধুররর... ইতালিতে তো একদিনেই এমন পাঁচ-ছয়শো মানুষ মারা গেছে করোনায়! আমরা তার চেয়ে অনেক ভালো অবস্থায় আছি!

কত্তো কি বোঝাই মন কে! মন কিছুই বুঝতে চায় না! ফিসফিস করে আমার কানে কানে বলে-
“সাবধান!!! সাবধান!!!”
আমি ঘর থেকে বের হতে পারি না!
বের হবোও না আরও অন্তত এক মাস!
খেলা শুরু হয়ে গেছে...
‘Survival of the Fittest!’
আমি ফিট না।
নিজের জন্য ভয় পাই না। ভয় শুধু বাবাহীন বাচ্চা দু’টোর জন্য। ভয় আমার ৭৪ এ পা দেয়া বাবার জন্য। ভয় আমার অসুস্থ মা’র জন্য।
আস্তে আস্তে ছোট হয়ে আসছে বৃত্ত...

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর