‘নেত্রী : দ্য লিডার’ ছবিটি দিয়ে ফের আলোচনায় ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। ছবিটি নিয়ে গতকাল শনিবার রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। এতে তিনি লিখেছেন:
ছবির নাম ‘নেত্রী : দ্য লিডার’।
পরিচালনায় থাকবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা উপেন্দ্র মাধব,
বাংলাদেশ থেকে আমি (অনন্ত জলিল)
এবং তুরস্ক থেকে আরও একজন পরিচালক ।
বিভিন্ন সংবাদমাধ্যমে একটি সংবাদ প্রকাশ হয়েছে, যেখানে উল্লেখ রয়েছে, "ব্যস্ততার জন্য অনন্তর ছবি ছেড়ে দিলেন ইফতেখার চৌধুরী"।
তার প্রতি সম্মান রেখে এ বিষয়ে আমি পরিষ্কার করে বলতে চাই "নেত্রী : দ্য লিডার" ছবিটি পরিচালনা করার জন্য বাংলাদেশ থেকে কারও সঙ্গে কোনো লিখিত চুক্তি হয়নি, এমন কী ইফতেখার চৌধুরীর সঙ্গেও নয়।
মৌখিকভাবে বলা কোনো কিছু চুক্তি নয়।
"নেত্রী : দ্য লিডার" একটি আন্তর্জাতিক প্রজেক্ট। তাই অফিসিয়ালি চুক্তি না হওয়া পর্যন্ত সেই ছবিটি আমি পরিচালনা করছি, বা ব্যস্ততার কারণে ছেড়ে দিয়েছি, এটা বলা যায় না। আর যেখানে কোনো চুক্তিই হয়নি, সেখানে ছেড়ে দেয়ার বিষয়ই আসে না।
সুতরাং, এ ধরনের ভুল তথ্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
বিডি প্রতিদিন/ফারজানা