১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২৯

ভাই কি দেশি? জবাবে বললেন, ‘না, ফার্মের’!

অনলাইন ডেস্ক

ভাই কি দেশি? জবাবে বললেন, ‘না, ফার্মের’!

ওয়াহিদ ইবনে রেজা

ওয়াহিদ ইবনে রেজা, যিনি স্পেশাল ইফেক্টস ও সিনেমা সংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচিত। হলিউডের নামি স্টুডিও’র সঙ্গে অনেক দিন ধরে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। চলচ্চিত্র নির্মাণসহ মনোনয়ন-পুরস্কারের তালিকায় জায়গা করে নিলেও ‘লজ্জা’ পাওয়ার একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করলেন রেজা। 

বৃহস্পতিবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘স্পাইডারম্যান নো ওয়ে হোমে’ কাজ করছি শোনার পর এবার একটা খুব অদ্ভুত ব্যাপার হলো। অনেকে বলা শুরু করলেন আমি নাকি বাংলাদেশি বংশোদ্ভূত! বাংলাদেশে জন্ম ও মানুষ হওয়া আমার জন্য ব্যাপারটা যথেষ্ট লজ্জার। প্রথমে ভেবেছিলাম কিছু বলবো, কিন্তু তখনই মনে পড়লো একটা ঘটনা।

কী সেই ঘটনা? ওয়াহিদ ইবনে রেজা লেখেন, তখন নতুন নতুন মাথার চুল পড়ে যাচ্ছে। মনের দুঃখে আমি লম্বা দাঁড়ি রেখে ঘুরে বেড়াচ্ছি। কীভাবে যেন একটা পাগড়ি জোগাড় করে ফেললাম। বেগুনি রঙের চূর্ণী কাপড়ের পাগড়ি। গম্ভীর মুখে আমি তখন ঢাকার রাস্তায় সাদা পায়জামা পাঞ্জাবিটা সঙ্গে লম্বা দাঁড়ি নিয়ে সেই পাগড়ি পরে ঘুরে বেড়াতাম।

বনানী ১১ নম্বরে আমার গাড়ি পুলিশ আটকালো। পুলিশ ভাই গাড়ির পেছনে আমাকে দেখে সময় নিয়ে পর্যবেক্ষণ করলেন। তারপর গলা নামিয়ে গম্ভীর গলায় বললেন, -ভাই কি দেশি?

আমি পাল্টা গম্ভীর গলায় উত্তর দিলাম, -না, ফার্মের!

আমি যে বাংলাদেশি বংশোদ্ভূত না, তা প্রমাণ করার জন্য ভাবলাম আমার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে একটা ছবি তুলি। এই সপ্তাহে আবার আমার কানাডায় কাজের ৯ বছর পূর্তি হলো! ৯ বছরে স্যুটসের সেই প্রথম ইন্টার্নশিপ থেকে শুরু করে এখন ‘নো ওয়ে হোম’, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে জার্নিটা আল্লাহর রহমতে খারাপ হয় নাই, কি বলেন?

হলিউডে ওয়াহিদের কাজ করা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস, ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার, নাইট অ্যাট দ্য মিউজিয়াম : সিক্রেট অব দ্য টুম্ব, ফিউরিয়াস সেভেন, অ্যাংরি বার্ডস টু,  গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম-২, ডক্টর স্ট্রেইঞ্জ, হোটেল ট্রানসিলভানিয়া এবং ফিফটি শেডস অব গ্রে। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি করছেন স্বল্পদৈর্ঘ্য এনিমেশন ছবি।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর