৩ ডিসেম্বর, ২০২২ ১০:৪৮

আপনি এটা না বলে পারবেন না “হোয়াট অ্যান অ্যামেজিং স্কোয়াড!”

মোস্তফা সরয়ার ফারুকী

আপনি এটা না বলে পারবেন না “হোয়াট অ্যান অ্যামেজিং স্কোয়াড!”

মোস্তফা সরয়ার ফারুকী

যেদিন ব্রাজিল তার দ্বিতীয় একাদশ নিয়ে ক্যামেরনের কাছে হারলো, সেদিনই এই কথাটা বলতে চাই। দলের সমর্থনে অন্ধ না হয়ে যারা ফুটবল নিয়ে ভাবেন বা কথা বলেন, তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝবেন। ব্রাজিলের এবারের স্কোয়াড যে কোনো কোচের জন্য একটা স্বপ্নের স্কোয়াড। আমার মনে পড়ে না শেষ কবে ব্রাজিল এরকম একটা স্কোয়াড পাইছে যেখানে প্রায় সব পজিশনেই দুইজন করে খেলোয়াড় আছে যারা এই মুহূর্তে বিশ্বের যে কোনো বড় দলের মূল একাদশে জায়গা পেতে পারে। আজকের হেরে যাওয়া খেলাটার রেকর্ডেড ভার্সন দেখলেও বুঝতে পারবেন ব্রাজিলের দ্বিতীয় একাদশটাও ফাইনাল থার্ডে কিরকম শার্প। ইয়েস, তারা অনেকগুলা ওপেন চান্স মিস করছে। কিন্তু সেটা তাদের অর্গানাইজেশন বা অ্যাটাককে ম্লান করতে পারে না। অ্যামেজিং স্কোয়াড।

তার মানে কি ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে বসে আছে? নট অ্যাট অল। চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করবে একটা নির্দিষ্ট দিনে তারা তৈরি হওয়া সুযোগগুলা কতটা কাজে লাগাতে পারছে তার উপর। সেটার উপর নির্ভর করে হেরেও যাইতে পারে, যেমন আজকে হারছে, আবার জিতেও যাইতে পারে। 
কিন্তু আপনি যদি ফুটবল ফলো করেন, ফুটবল ভালোবাসেন, আপনি এটা না বলে পারবেন না “হোয়াট অ্যান অ্যামেজিং স্কোয়াড!”

(ফেসবুক থেকে সংগৃহীত)

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর