পুলিশভ্যানে হামলা চালিয়ে জেএমবির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়ার পর পুলিশ ছিনতাই হওয়া আসামি রাকিবুল হাসান রাকিবসহ তিনজনকে আটক করেছে। আসামি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের সখীপুরে প্রশিকা এলাকায় ছিনতাইকারী জেএমবির সদস্যদের ব্যবহৃত ভক্সি মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার সময় জাকারিয়া নামে একজন এবং পুলিশ অভিযান চালিয়ে সখিপুরের তক্তার চালা নামক স্থান থেকে রাসেল ও রায়হান নামে আরও দুজনকে আটক করে। আটকের পর সখিপুর থানা পুলিশের কাছে রায়হান স্বীকার করেন যে, তার নাম হাফিজ মাহমুদ রাকিব হাসান। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এদিকে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেটের পেছনে নূর মোহাম্মদের বাড়ি থেকে স্বপ্না বেগম (২৩) নামের এক নারীকে গ্রেফতার করে টঙ্গী পুলিশ। তিনি জঙ্গি ছিনতাই পরিকল্পনাকারীদের একজন বলে পুলিশ দাবি করেছে। ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানান, জেএমবির তিন সদস্যকে ছিনতাইয়ের পর মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। তারা রাস্তায় হাত-পায়ের বেড়িগুলো কেটে ফেলেন। একই সঙ্গে হাফিজ মাহমুদ রাকিব হাসান তার দাড়ি শেভ করেন। তারা ভক্সি মাইক্রোবাসযোগে পালানোর সময় সখিপুর উপজেলা শহরে জ্যামে পড়লে দুটি সিএনজিকে সজোরে ধাক্কা দিয়ে চলে যেতে থাকে। এ সময় উপস্থিত জনতা মনে করে চালক ব্রেক ফেল করেছে। একের পর এক রাস্তার সব যানবাহন, রিকশা, টেম্পোকে ধাক্কা দিলে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ছিনতাইকারী জেএমবির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের মূল হোতা জাকারিয়া হোসেনকে জনতার সহযোগিতায় পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ, র্যাব ও বিজিবি অভিযান চালাতে থাকে। বেলা ৩টার দিকে সখিপুরের তক্তার চালা নামল স্থানে বাসে চড়ার সময় রাকিব হোসেনকে ও সিএনজিতে চড়ার সময় রাসেলকে মির্জাপুর থানার এসআই শ্যামল দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহজনকভাবে আটক করেন।
শিরোনাম
- বিমান সচিবের বাবার বাসায় মিলল দুই মরদেহ
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ
- এফডব্লিউএ'র বর্ষসেরা পুরুষ ফুটবলার সালাহ
- ইউটিউবে নাহিদের ‘বাবার সাইকেল’
- ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশের ক্রিকেট বোর্ড
- জাতীয় নির্বাচন যখনই হোক, তার আগে সংস্কার জরুরি : চরমোনাই পীর
- মাঠজুড়ে বোরো ধানের গন্ধে মাতোয়ারা কৃষক
- সৈয়দপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
- তাপপ্রবাহের সতর্কবার্তা জারি, বাড়তে পারে তীব্রতা
- গরীব মানুষের জন্য নদীর চর এখন আশীর্বাদ
- ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণা বাংলাদেশ বিমানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের আত্মপ্রকাশ
দুই সহযোগীসহ টাঙ্গাইলে রাকিব গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর