শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ভণ্ডরা ইতিহাস পাল্টাচ্ছে

ভণ্ডরা ইতিহাস পাল্টাচ্ছে

ভণ্ডরা মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। জয় বলেন, স্বৈরশাসক এবং ভণ্ডরা আমাদের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসকে কেউ বদলাতে পারে না! ফেসবুকে তিনি লেখেন, আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা এ দিনে শপথ নিয়েছিল। তাজউদ্দীন আহমদ আমাদের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাবা। ওইদিন বঙ্গবন্ধুকে প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানি সামরিক জান্তার হাতে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। তিনি এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাবা। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সমৃদ্ধ। আমরা স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলাম। জয় বাংলা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর