বগুড়া জেলা আওয়ামী লীগ অফিসে ককটেল হামলায় আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনিসহ ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বেলা সোয়া ২টায় তিনটি ককটেল বিস্ফোরণে আহতদের মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারকে গ্রেফতারের প্রতিবাদে আজ জেলায় আধাবেলা হরতাল আহ্বান করেছে বিএনপি।
দলীয় কার্যালয়ে ককটেল হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ করেন এবং শহর বিএনপি, শ্রমিক দল ও জেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল ছোড়েন। পরে তারা শহরের মোড়ে মোড়ে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ ১১ জনকে আটক করেছে। বিএনপির একটি মিছিল শহরের সাতমাথা হয়ে দলীয় কার্যালয়ে ফিরে যাওয়ার কিছু পর টেম্পল রোডে আওয়ামী লীগ অফিসের গেটের সামনে পরপর পাঁচটি ককটের ছুড়ে মারেন হামলাকারীরা। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয়। এতে ১২ নেতাকর্মী আহত হন। এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কয়েকজন কর্মী বিক্ষুব্ধ হয়ে শহর বিএনপি, শ্রমিক দল ও জেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে মারেন এবং বিভিন্ন মোড়ে বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করেন। এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ ঘটনার জন্য বিএনপি নেতাদের দায়ী করেন। এদিকে বিকাল ৪টায় শহরের নবাববাড়ী সড়কে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারকে গ্রেফতার করে পুলিশ।
শহরের সাতমাথা, আওয়ামী লীগ অফিস, বিএনপি অফিসসহ কয়েকটি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন জানান, বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগ অফিস লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। এতে সুলতান মাহমুদ খান রনিসহ ১২ নেতা-কর্মী আহত হয়েছেন।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক, স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মেহেদী হাসান হিমু জানান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ফায়জুর রহমান জানান, সিপার আল বখতিয়ারকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
বগুড়ায় আওয়ামী লীগ অফিসে ককটেল, ১২ নেতা-কর্মী আহত
আজ বিএনপির আধাবেলা হরতাল
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর