বসুমতী আবাসিক প্রকল্পের উদ্যোক্তা, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাসির উদ্দিন নাসুকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তাকে কেন কারাদণ্ড দেওয়া হবে না এবং অর্থদণ্ড করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ গত সোমবার এক আদেশে নাসির উদ্দিন নাসুকে তলব করেন ও আদালত অবমাননার রুল জারি করেন। বসুমতী আবাসিক প্রকল্পে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের নাম-ঠিকানা হাইকোর্টে দাখিল না করায় নাসুর বিরুদ্ধে আদালত অবমাননার এ রুল জারি করা হয় এবং তাকে তলব করা হয়।
প্রসঙ্গত, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের অবলুপ্তি চেয়ে নাসুর ছোট ভাই সৈয়দ সোহরাওয়ার্দী ও সৈয়দ জালালসহ কোম্পানির অন্যান্য শেয়ারহোল্ডার পরিচালকরা হাইকোর্টে একটি আবেদনপত্র দাখিল করেছেন। আদালত গত ২ জুলাই আবেদন গ্রহণ করে কোম্পানির এমডি নাসির উদ্দিন নাসুসহ বিবাদীদের প্রতি নোটিস জারি করেন। একই সঙ্গে বসুমতি আবাসিক প্রকল্পের প্লট গ্রহিতাদের নামের তালিকা ২৩ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন। নাসুর প্রতি এ নির্দেশ দেওয়া হয়। কিন্তু নাসু নির্ধারিত সময়ের মধ্যে ওই তালিকা দাখিল করেননি। আদালত তালিকা দাখিলের সময় বাড়িয়ে ১ সেপ্টেম্বর করেন। এ তারিখের মধ্যেও কোনো তালিকা দাখিল করেননি নাসু। এ পরিপ্রেক্ষিতে নাসুর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাকে তলব করা হয়। রুলে ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করায় অপরাধের ধরন বিবেচনায় তাকে কেন কারাদণ্ড দেওয়া হবে না এবং কেন তাকে আর্থিক জরিমানা করা হবে না তা দর্শাতে বলা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার নাসুর আইনজীবীর উপস্থিতিতে এ আদেশ দেওয়া হয়।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
বসুমতীর নাসুকে হাইকোর্টে তলব
কেন কারাদণ্ড হবে না?
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর