বসুমতী আবাসিক প্রকল্পের উদ্যোক্তা, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাসির উদ্দিন নাসুকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তাকে কেন কারাদণ্ড দেওয়া হবে না এবং অর্থদণ্ড করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ গত সোমবার এক আদেশে নাসির উদ্দিন নাসুকে তলব করেন ও আদালত অবমাননার রুল জারি করেন। বসুমতী আবাসিক প্রকল্পে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের নাম-ঠিকানা হাইকোর্টে দাখিল না করায় নাসুর বিরুদ্ধে আদালত অবমাননার এ রুল জারি করা হয় এবং তাকে তলব করা হয়।
প্রসঙ্গত, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের অবলুপ্তি চেয়ে নাসুর ছোট ভাই সৈয়দ সোহরাওয়ার্দী ও সৈয়দ জালালসহ কোম্পানির অন্যান্য শেয়ারহোল্ডার পরিচালকরা হাইকোর্টে একটি আবেদনপত্র দাখিল করেছেন। আদালত গত ২ জুলাই আবেদন গ্রহণ করে কোম্পানির এমডি নাসির উদ্দিন নাসুসহ বিবাদীদের প্রতি নোটিস জারি করেন। একই সঙ্গে বসুমতি আবাসিক প্রকল্পের প্লট গ্রহিতাদের নামের তালিকা ২৩ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন। নাসুর প্রতি এ নির্দেশ দেওয়া হয়। কিন্তু নাসু নির্ধারিত সময়ের মধ্যে ওই তালিকা দাখিল করেননি। আদালত তালিকা দাখিলের সময় বাড়িয়ে ১ সেপ্টেম্বর করেন। এ তারিখের মধ্যেও কোনো তালিকা দাখিল করেননি নাসু। এ পরিপ্রেক্ষিতে নাসুর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাকে তলব করা হয়। রুলে ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করায় অপরাধের ধরন বিবেচনায় তাকে কেন কারাদণ্ড দেওয়া হবে না এবং কেন তাকে আর্থিক জরিমানা করা হবে না তা দর্শাতে বলা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার নাসুর আইনজীবীর উপস্থিতিতে এ আদেশ দেওয়া হয়।
শিরোনাম
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- যানবাহনের গতিসীমা সচেতনতায় মাস মিডিয়া ক্যাম্পেইন শুরু
- মোরেলগঞ্জে কালাম হত্যা মামলার পলাতক আসামি রাজধানীতে গ্রেপ্তার
- শ্রীপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- সৌম্য ফর্মে ফিরে আবারও দেখালেন আশার আলো
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭১২
- গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু
- পশ্চিম তীর সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র
- জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ল
বসুমতীর নাসুকে হাইকোর্টে তলব
কেন কারাদণ্ড হবে না?
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর