বসুমতী আবাসিক প্রকল্পের উদ্যোক্তা, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাসির উদ্দিন নাসুকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তাকে কেন কারাদণ্ড দেওয়া হবে না এবং অর্থদণ্ড করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ গত সোমবার এক আদেশে নাসির উদ্দিন নাসুকে তলব করেন ও আদালত অবমাননার রুল জারি করেন। বসুমতী আবাসিক প্রকল্পে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের নাম-ঠিকানা হাইকোর্টে দাখিল না করায় নাসুর বিরুদ্ধে আদালত অবমাননার এ রুল জারি করা হয় এবং তাকে তলব করা হয়।
প্রসঙ্গত, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের অবলুপ্তি চেয়ে নাসুর ছোট ভাই সৈয়দ সোহরাওয়ার্দী ও সৈয়দ জালালসহ কোম্পানির অন্যান্য শেয়ারহোল্ডার পরিচালকরা হাইকোর্টে একটি আবেদনপত্র দাখিল করেছেন। আদালত গত ২ জুলাই আবেদন গ্রহণ করে কোম্পানির এমডি নাসির উদ্দিন নাসুসহ বিবাদীদের প্রতি নোটিস জারি করেন। একই সঙ্গে বসুমতি আবাসিক প্রকল্পের প্লট গ্রহিতাদের নামের তালিকা ২৩ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন। নাসুর প্রতি এ নির্দেশ দেওয়া হয়। কিন্তু নাসু নির্ধারিত সময়ের মধ্যে ওই তালিকা দাখিল করেননি। আদালত তালিকা দাখিলের সময় বাড়িয়ে ১ সেপ্টেম্বর করেন। এ তারিখের মধ্যেও কোনো তালিকা দাখিল করেননি নাসু। এ পরিপ্রেক্ষিতে নাসুর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাকে তলব করা হয়। রুলে ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করায় অপরাধের ধরন বিবেচনায় তাকে কেন কারাদণ্ড দেওয়া হবে না এবং কেন তাকে আর্থিক জরিমানা করা হবে না তা দর্শাতে বলা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার নাসুর আইনজীবীর উপস্থিতিতে এ আদেশ দেওয়া হয়।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
বসুমতীর নাসুকে হাইকোর্টে তলব
কেন কারাদণ্ড হবে না?
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর