বসুমতী আবাসিক প্রকল্পের উদ্যোক্তা, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাসির উদ্দিন নাসুকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে সশরীরে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তাকে কেন কারাদণ্ড দেওয়া হবে না এবং অর্থদণ্ড করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ গত সোমবার এক আদেশে নাসির উদ্দিন নাসুকে তলব করেন ও আদালত অবমাননার রুল জারি করেন। বসুমতী আবাসিক প্রকল্পে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের নাম-ঠিকানা হাইকোর্টে দাখিল না করায় নাসুর বিরুদ্ধে আদালত অবমাননার এ রুল জারি করা হয় এবং তাকে তলব করা হয়।
প্রসঙ্গত, হিরাঝিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের অবলুপ্তি চেয়ে নাসুর ছোট ভাই সৈয়দ সোহরাওয়ার্দী ও সৈয়দ জালালসহ কোম্পানির অন্যান্য শেয়ারহোল্ডার পরিচালকরা হাইকোর্টে একটি আবেদনপত্র দাখিল করেছেন। আদালত গত ২ জুলাই আবেদন গ্রহণ করে কোম্পানির এমডি নাসির উদ্দিন নাসুসহ বিবাদীদের প্রতি নোটিস জারি করেন। একই সঙ্গে বসুমতি আবাসিক প্রকল্পের প্লট গ্রহিতাদের নামের তালিকা ২৩ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেন। নাসুর প্রতি এ নির্দেশ দেওয়া হয়। কিন্তু নাসু নির্ধারিত সময়ের মধ্যে ওই তালিকা দাখিল করেননি। আদালত তালিকা দাখিলের সময় বাড়িয়ে ১ সেপ্টেম্বর করেন। এ তারিখের মধ্যেও কোনো তালিকা দাখিল করেননি নাসু। এ পরিপ্রেক্ষিতে নাসুর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে তাকে তলব করা হয়। রুলে ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করায় অপরাধের ধরন বিবেচনায় তাকে কেন কারাদণ্ড দেওয়া হবে না এবং কেন তাকে আর্থিক জরিমানা করা হবে না তা দর্শাতে বলা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার নাসুর আইনজীবীর উপস্থিতিতে এ আদেশ দেওয়া হয়।
শিরোনাম
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
বসুমতীর নাসুকে হাইকোর্টে তলব
কেন কারাদণ্ড হবে না?
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর