ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, দেশের বর্তমান টার্গেট কিলিং ও সিক্রেট কিলিংয়ের সঙ্গে জামায়াত-শিবির কর্মীরা প্রত্যক্ষভাবে জড়িত। যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ নিতে তারা মরিয়া হয়ে উঠেছে। এই জঙ্গি তত্পরতা প্রতিরোধে জাতীয় মতৈক্য প্রতিষ্ঠা করা দরকার। প্রয়োজনে এ ব্যাপারে বিএনপির সঙ্গেও আলোচনা করতে হবে সরকারকে। তিনি বলেন, সরকারকে শুধু গোয়েন্দানির্ভর হয়ে থাকলেই চলবে না। গোয়েন্দানির্ভর তত্পরতা দিয়ে জঙ্গি কর্মকাণ্ডের প্রতিরোধ করা যাবে না। এজন্য শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে হবে। জঙ্গি তত্পরতার সঙ্গে জড়িতদের সমাজবিচ্ছিন্ন করতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সদস্য বিশেষ করে ধর্মীয় গুরুদের হত্যা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, আমরা আগেই বলেছি, যুদ্ধাপরাধীর বিচার সমাপ্ত হওয়া মানেই জামায়াত শিবিরের অপকর্ম বন্ধ হয়ে যাওয়া নয়। সরকারকে আগেই সতর্ক করেছিলাম, জামায়াতে ইসলামী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে টার্গেট কিলিং ও সিক্রেট কিলিং করবে। বর্তমানে দেশজুড়ে তাদের প্রতিশোধমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। এই অপশক্তিকে সমাজবিচ্ছিন্ন করতে হলে দেশের আলেম ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবী, গবেষক, সাংবাদিকসহ সমাজের চিন্তাশীল মানুষদের নিয়ে একটি প্রতিরোধ সেল গঠন করতে হবে। প্রয়োজনে এ ব্যাপারে বিএনপির সঙ্গেও আলোচনা করা যেতে পারে। বর্তমানে সরকার শত্রু-মিত্র না চিনে কাজ করছে। এই জঙ্গি দলগুলো সম্পর্কে যারা একেবারে জ্ঞান রাখে না তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, জঙ্গি তত্পরতা প্রতিরোধে সরকারের আন্তরিকতার কমতি নেই, কিন্তু সমন্বয়হীনতা রয়েছে। শুধু গোয়েন্দাদের দিয়ে জঙ্গি দমন সম্ভব নয়। এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারে না গেলে এ দেশে কোনো দিনও যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হতো না। জাতিকে কলঙ্কমুক্ত করা যেত না। এই অর্জনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ