ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, দেশের বর্তমান টার্গেট কিলিং ও সিক্রেট কিলিংয়ের সঙ্গে জামায়াত-শিবির কর্মীরা প্রত্যক্ষভাবে জড়িত। যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ নিতে তারা মরিয়া হয়ে উঠেছে। এই জঙ্গি তত্পরতা প্রতিরোধে জাতীয় মতৈক্য প্রতিষ্ঠা করা দরকার। প্রয়োজনে এ ব্যাপারে বিএনপির সঙ্গেও আলোচনা করতে হবে সরকারকে। তিনি বলেন, সরকারকে শুধু গোয়েন্দানির্ভর হয়ে থাকলেই চলবে না। গোয়েন্দানির্ভর তত্পরতা দিয়ে জঙ্গি কর্মকাণ্ডের প্রতিরোধ করা যাবে না। এজন্য শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে হবে। জঙ্গি তত্পরতার সঙ্গে জড়িতদের সমাজবিচ্ছিন্ন করতে হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের সদস্য বিশেষ করে ধর্মীয় গুরুদের হত্যা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরে গতকাল বিকালে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন মিছবাহুর রহমান চৌধুরী। তিনি বলেন, আমরা আগেই বলেছি, যুদ্ধাপরাধীর বিচার সমাপ্ত হওয়া মানেই জামায়াত শিবিরের অপকর্ম বন্ধ হয়ে যাওয়া নয়। সরকারকে আগেই সতর্ক করেছিলাম, জামায়াতে ইসলামী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে টার্গেট কিলিং ও সিক্রেট কিলিং করবে। বর্তমানে দেশজুড়ে তাদের প্রতিশোধমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। এই অপশক্তিকে সমাজবিচ্ছিন্ন করতে হলে দেশের আলেম ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবী, গবেষক, সাংবাদিকসহ সমাজের চিন্তাশীল মানুষদের নিয়ে একটি প্রতিরোধ সেল গঠন করতে হবে। প্রয়োজনে এ ব্যাপারে বিএনপির সঙ্গেও আলোচনা করা যেতে পারে। বর্তমানে সরকার শত্রু-মিত্র না চিনে কাজ করছে। এই জঙ্গি দলগুলো সম্পর্কে যারা একেবারে জ্ঞান রাখে না তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, জঙ্গি তত্পরতা প্রতিরোধে সরকারের আন্তরিকতার কমতি নেই, কিন্তু সমন্বয়হীনতা রয়েছে। শুধু গোয়েন্দাদের দিয়ে জঙ্গি দমন সম্ভব নয়। এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারে না গেলে এ দেশে কোনো দিনও যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হতো না। জাতিকে কলঙ্কমুক্ত করা যেত না। এই অর্জনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।
শিরোনাম
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
জঙ্গি প্রতিরোধে জাতীয় মতৈক্য দরকার
বিশেষ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর