গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ চারজনকে আট দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান এ আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান, তার ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান এবং ওই অধ্যাপকের ভাগ্নে আলম চৌধুরী। এ তিন আসামিকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আটক করা হয়। এ ছাড়া তথ্য না জেনে জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপন করার অভিযোগে শেওড়াপাড়া থেকে নুরুল ইসলাম নামের এক বাড়িওয়ালাকে আটক করা হয়। আদালতে আসামি অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান ও নুরুল ইসলামের রিমান্ড বাতিল চেয়ে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানিতে আইনজীবী আরফান উদ্দিন খান আদালতকে বলেন, ওই ঘটনার সঙ্গে অধ্যাপক এস এম গিয়াস উদ্দিন আহসান জড়িত নন। তিনি ওই বাড়িতে থাকেনও না। ২০০৯ সালের পর থেকে ওই ফ্ল্যাটের তদারকি করেন তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান এবং অধ্যাপকের ভাগ্নে আলম চৌধুরী। তাই রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হোক। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু রিমান্ডের পক্ষে বিভিন্ন যুক্তি আদালতে তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে হাকিম প্রত্যেক আসামিকে আটদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। এর আগে গত ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ঢুকে অস্ত্রের মুখে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে জিম্মি করে একদল অস্ত্রধারী। পরদিন সকালে কমান্ডো অভিযানে নিরাপত্তা বাহিনী ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেয়। পরে সেখান থেকে ১৭ বিদেশিসহ ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। এর আগে রাতে পরিস্থিতি সামাল দিতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।
শিরোনাম
- রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু
- জায়মা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
- দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান
- কিডনি বিকলে প্রয়াত অভিনেতা সতীশ শাহ
- কুড়িগ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৬
- দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী
- ভালুকায় বিএনপির আনন্দ মিছিল
- ফেসবুক পোস্টে বিচ্ছেদের গুঞ্জন, পূর্ণিমা জানালেন সত্যিটা কী
- এনভিডিয়া-অ্যাপলকে ছাড়িয়ে গেল অনলিফ্যানস
- মানুষ এবার ভোট দিতে পারবে: ইলিয়াসপত্নী লুনা
- ‘খেলাধুলা জাতিকে শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তোলে’
- রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান
- আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ
- জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাস্তবতার এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি : প্রধান বিচারপতি
- এই অর্জন পুরো বাংলাদেশের: সংবর্ধনায় রাষ্ট্রদূত তালহা
- টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
- চিড়িয়াখানার প্রাণিগুলোর যথাযথ যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
- প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে দিতে হবে কাশি, বারবার কাশতে গিয়ে ধরা পড়লেন পরীক্ষার্থী
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ২৫০৯ মামলা
নর্থ সাউথের শিক্ষকসহ চারজন রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর