সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

যশোরে গুলিতে যুবক নিহত, ভাইয়ের দাবি ‘পুলিশ মেরেছে’

যশোর প্রতিনিধি

যশোরে দুই দল সন্ত্রাসীর গোলাগুলির সময় ইউসুফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করলেও তার ভাই বলছেন, তাকে পুলিশ মেরেছে। দুই দিন আগে পুলিশই তাকে ধরে নিয়ে গিয়েছিল।

জানা গেছে, নিহত ইউসুফ শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আবদুল লতিফের ছেলে। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করার পর গতকাল সকালে তার মৃত্যু হয়। ইউসুফের বড় ভাই ওমর শরীফ রাজা বলেছেন, ‘গত শুক্রবার রাতে শহরের চাঁচড়া মোড় থেকে তার ভাইকে আটক করে পুলিশ। ওইদিন থানার এসআই ইউসুফ পাঁচ লাখ টাকা নিয়ে দেখা করতে বলে। পরে শনিবার আবার তিন লাখ টাকা নিয়ে দেখা করার জন্য বলে। আমরা টাকা দিইনি। এরপর গতকাল সকালে ইউসুফকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়।’  তিনি আরও জানান, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। একটি ছিনতাইয়ের ঘটনায় সে জড়িত বলে পুলিশ দাবি করলেও এজাহারে আসামি হিসেবে কারও নাম নেই। শরীফ রাজা প্রশ্ন করেন, ‘আমার ভাই তো গুলি করে মারার মতো কোনো অপরাধী নয়, কেন তাকে গুলি করে মারা হলো?’ ইউসুফের পরিবারের দাবি, টাকা চেয়ে না পাওয়ায় পুলিশ তাকে গুলি করে মেরেছে। অন্যদিকে কোতোয়ালি থানার এসআই এইচ এম শহিদুল ইসলাম জানান, শনিবার গভীর রাতে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির খবর পান তারা। রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, গভীর রাতে ওই যুবককে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান হাঁটুর উপরে গুলি লেগে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সার্জারি বিভাগের ডা. তুহিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে ইউসুফের মৃত্যু হয়। এদিকে ইউসুফের পরিবারের কাছে টাকা চাওয়ার কথা অস্বীকার করেছেন কোতোয়ালি থানার ওসি ইলিয়াস  হোসেন। তিনি বলেন, অপসো ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির এক কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ রয়েছে ইউসুফের বিরুদ্ধে। কয়েক মাস আগে ঘোপ এলাকায় ওই ঘটনা ঘটে। ওই টাকার ভাগাভাগি নিয়ে গোলযোগে সৃষ্ট গোলাগুলিতে সে জখম হয়েছিল। এ ছাড়া সে একটি সন্ত্রাসী দলেরও হোতা। তার বিরুদ্ধে কয়েকটি মামলা আছে। তা খতিয়ে দেখছে পুলিশ।

 

সর্বশেষ খবর