ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘ঢাকাকে সব ধরনের দুর্যোগ থেকে বাঁচাতে ঢেলে সাজানোর জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় একটা বড় চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব বিভাগকে একসূত্রে গেঁথে একটা পরিবার হিসেবে কাজ করছি। দুর্যোগ কখন ঘটবে তার ভবিষ্যদ্বাণী কেউ করতে পারে না। এজন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’ রাজধানীর বারিধারায় ডিএনসিসির ওয়ার্ডগুলোর দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা পরিস্থিতি নিয়ে করা গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, প্রতিটি এলাকায় উন্মুক্ত জায়গা রাখা জরুরি, যেন বিপদে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। আর এই কূটনৈতিক এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ৮০০ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি ঢাকা উত্তরের প্রতিটি এলাকায় এলইডি সড়কবাতি পৌঁছে দিতে ৪৪২ কোটি টাকার বাজেট একনেকে পাস হয়েছে। আগামী বছর মার্চের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো জায়গা আর অন্ধকার থাকবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলামের সভাপতিত্বে প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিবেশ ও জলবায়ু সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফসহ বিভিন্ন ওয়ার্ডের ২০ জন কাউন্সিলর। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা পরিস্থিতি নিয়ে সম্পন্ন করা গবেষণা প্রতিবেদনে বিভিন্ন বিষয় উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী, ডিএনসিসির অবকাঠামোগত, সামাজিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক সামর্থ্য সূচকে অবস্থান বেশ ভালো। তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে এখনো অনেক কাজ করতে হবে।
শিরোনাম
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
ঢাকাকে ঢেলে সাজাতে সমন্বয় বড় চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর