ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ‘ঢাকাকে সব ধরনের দুর্যোগ থেকে বাঁচাতে ঢেলে সাজানোর জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় একটা বড় চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব বিভাগকে একসূত্রে গেঁথে একটা পরিবার হিসেবে কাজ করছি। দুর্যোগ কখন ঘটবে তার ভবিষ্যদ্বাণী কেউ করতে পারে না। এজন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’ রাজধানীর বারিধারায় ডিএনসিসির ওয়ার্ডগুলোর দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা পরিস্থিতি নিয়ে করা গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, প্রতিটি এলাকায় উন্মুক্ত জায়গা রাখা জরুরি, যেন বিপদে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। আর এই কূটনৈতিক এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ৮০০ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি ঢাকা উত্তরের প্রতিটি এলাকায় এলইডি সড়কবাতি পৌঁছে দিতে ৪৪২ কোটি টাকার বাজেট একনেকে পাস হয়েছে। আগামী বছর মার্চের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো জায়গা আর অন্ধকার থাকবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলামের সভাপতিত্বে প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিবেশ ও জলবায়ু সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফসহ বিভিন্ন ওয়ার্ডের ২০ জন কাউন্সিলর। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা পরিস্থিতি নিয়ে সম্পন্ন করা গবেষণা প্রতিবেদনে বিভিন্ন বিষয় উঠে আসে। প্রতিবেদন অনুযায়ী, ডিএনসিসির অবকাঠামোগত, সামাজিক, প্রাকৃতিক ও অর্থনৈতিক সামর্থ্য সূচকে অবস্থান বেশ ভালো। তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জনে এখনো অনেক কাজ করতে হবে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ঢাকাকে ঢেলে সাজাতে সমন্বয় বড় চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর