বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সরকার বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এতেই বোঝা যায় যে, সরকার নিজেই বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে। এ সরকার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। দেশ কীভাবে চলছে, কীভাবে দেশের শাসনব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে,  তা বোঝার জন্য ষোড়শ সংশোধনী বাতিলের রায়ই যথেষ্ট। সুপ্রিম কোর্টের এই রায় একটি ঐতিহাসিক দলিল। দেশের ১৬ কোটি মানুষ এ রায়ের সঙ্গে একমত। এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা। গতকাল সকালে ঢাকা জেলা জজ কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার শাখার উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খান বাচ্চুর পরিচালনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বক্তব্য দেন। এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা আইনজীবী সমিতির বোরহান উদ্দিন, মহসীন মিয়া, মকবুল হোসেন ফকির, আবদুল্লাহ মাহমুদ হাসান, গোলাম মোস্তফা খান, খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকীসহ আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের যে তিনটি প্রধান স্তম্ভ রয়েছে, সুপরিকল্পিতভাবে সেই স্তম্ভগুলো ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে সরকার নিজেই। তাদের দায়িত্ব ছিল গণতন্ত্রকে রক্ষা করার। সেই গণতন্ত্রকে রক্ষা না করে তারা মনস্টারে (অপদেবতা) পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকার যতই বাধা দেবে জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক ততই শক্তিশালী হবে। শিগগিরই সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে সহায়ক সরকারের অধীনে সরার কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

সর্বশেষ খবর