চলমান সংঘাতে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি এ তথ্য জানিয়েছে।
শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি খবরে জানায়, পাকিস্তানি বাহিনী রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে।
এতে আরও বলা হয়, “বৃস্পতিবার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি বাহিনী ২৯টি ভারতীয় ড্রোন গুলি ভূপাতিত করেছে। এরপর বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।”
এতে আরও বলা হয়, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের ‘যথাযথ জবাব’ দিচ্ছে। সূত্র: ডন নিউজ, পিটিভি
বিডি প্রতিদিন/একেএ