রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন— নাজমুল ইসলাম শাওন ও নুরুজ্জামান লাবু। সোমবার রাতে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, জঙ্গিবাদী বই, ৭২৪ মার্কিন ডলারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। র্যাব বলছে, গ্রেফতার হওয়া শাওন বাংলাদেশ মেরিন একাডেমির ৪৬তম ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার। গতকাল সকালে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র?্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রায় ৪০-৫০ জন সমমনা উগ্রবাদীর মধ্যে গ্রেফতারকৃতরা সংযোগ স্থাপন করেছিল। দেশে বিভিন্ন নাশকতা করার জন্যই মূলত তারা সংগঠিত হচ্ছিলেন। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম ২০১৫ সালে উগ্রবাদী ধর্মীয় মতাদর্শে দীক্ষিত হন। ওই বছরই আবু আবদুল্লাহ নামে একজনের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। এই আবু আবদুল্লাহ তাকে জেএমবিতে অন্তর্ভুক্ত করেন। পরে সুলায়মান নামে আরেকজনের সঙ্গে তার পরিচয় হয়। যার মাধ্যমে একই পেশাজীবীদের মধ্যে উগ্রবাদ মতাদর্শ প্রচার করতেন তিনি। এদিকে, নুরুজ্জামান লাবু বাস ও ট্রাকের হেলপার এবং লন্ড্রির দোকানে কাজ করতেন। বর্তমানে তিনি রিকশাচালক হিসেবে কাজ করছিলেন। তবে লাবু ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক জেএমবির নেতা এবং বোমা বানাতে পারদর্শী। ২০১৫ সালে সাইফ ও মারুফ নামে দুই ব্যক্তির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদের সঙ্গে জড়ান তিনি। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে ঝিনাইদহ স্কুল মাঠে ও একটি গ্যারেজে গোপন বৈঠক করতেন জেএমবির সদস্যরা। রিকশা চালানোর সুবাদে লাবু বিভিন্ন এলাকায় রেকি করতেন এবং মুসলমান থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ করতেন। এরই মধ্যে তেমন একজন ধর্মান্তরিত খ্রিস্টানকে কুপিয়ে হত্যা করার জন্য তাকে অনুসরণও করছেন বলে তিনি র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
জঙ্গি ইঞ্জিনিয়ারসহ দুজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর