রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন— নাজমুল ইসলাম শাওন ও নুরুজ্জামান লাবু। সোমবার রাতে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, জঙ্গিবাদী বই, ৭২৪ মার্কিন ডলারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। র্যাব বলছে, গ্রেফতার হওয়া শাওন বাংলাদেশ মেরিন একাডেমির ৪৬তম ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার। গতকাল সকালে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র?্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রায় ৪০-৫০ জন সমমনা উগ্রবাদীর মধ্যে গ্রেফতারকৃতরা সংযোগ স্থাপন করেছিল। দেশে বিভিন্ন নাশকতা করার জন্যই মূলত তারা সংগঠিত হচ্ছিলেন। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম ২০১৫ সালে উগ্রবাদী ধর্মীয় মতাদর্শে দীক্ষিত হন। ওই বছরই আবু আবদুল্লাহ নামে একজনের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। এই আবু আবদুল্লাহ তাকে জেএমবিতে অন্তর্ভুক্ত করেন। পরে সুলায়মান নামে আরেকজনের সঙ্গে তার পরিচয় হয়। যার মাধ্যমে একই পেশাজীবীদের মধ্যে উগ্রবাদ মতাদর্শ প্রচার করতেন তিনি। এদিকে, নুরুজ্জামান লাবু বাস ও ট্রাকের হেলপার এবং লন্ড্রির দোকানে কাজ করতেন। বর্তমানে তিনি রিকশাচালক হিসেবে কাজ করছিলেন। তবে লাবু ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক জেএমবির নেতা এবং বোমা বানাতে পারদর্শী। ২০১৫ সালে সাইফ ও মারুফ নামে দুই ব্যক্তির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদের সঙ্গে জড়ান তিনি। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে ঝিনাইদহ স্কুল মাঠে ও একটি গ্যারেজে গোপন বৈঠক করতেন জেএমবির সদস্যরা। রিকশা চালানোর সুবাদে লাবু বিভিন্ন এলাকায় রেকি করতেন এবং মুসলমান থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ করতেন। এরই মধ্যে তেমন একজন ধর্মান্তরিত খ্রিস্টানকে কুপিয়ে হত্যা করার জন্য তাকে অনুসরণও করছেন বলে তিনি র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
শিরোনাম
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
জঙ্গি ইঞ্জিনিয়ারসহ দুজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর