রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন— নাজমুল ইসলাম শাওন ও নুরুজ্জামান লাবু। সোমবার রাতে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, জঙ্গিবাদী বই, ৭২৪ মার্কিন ডলারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। র্যাব বলছে, গ্রেফতার হওয়া শাওন বাংলাদেশ মেরিন একাডেমির ৪৬তম ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার। গতকাল সকালে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র?্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রায় ৪০-৫০ জন সমমনা উগ্রবাদীর মধ্যে গ্রেফতারকৃতরা সংযোগ স্থাপন করেছিল। দেশে বিভিন্ন নাশকতা করার জন্যই মূলত তারা সংগঠিত হচ্ছিলেন। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম ২০১৫ সালে উগ্রবাদী ধর্মীয় মতাদর্শে দীক্ষিত হন। ওই বছরই আবু আবদুল্লাহ নামে একজনের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। এই আবু আবদুল্লাহ তাকে জেএমবিতে অন্তর্ভুক্ত করেন। পরে সুলায়মান নামে আরেকজনের সঙ্গে তার পরিচয় হয়। যার মাধ্যমে একই পেশাজীবীদের মধ্যে উগ্রবাদ মতাদর্শ প্রচার করতেন তিনি। এদিকে, নুরুজ্জামান লাবু বাস ও ট্রাকের হেলপার এবং লন্ড্রির দোকানে কাজ করতেন। বর্তমানে তিনি রিকশাচালক হিসেবে কাজ করছিলেন। তবে লাবু ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক জেএমবির নেতা এবং বোমা বানাতে পারদর্শী। ২০১৫ সালে সাইফ ও মারুফ নামে দুই ব্যক্তির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদের সঙ্গে জড়ান তিনি। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে ঝিনাইদহ স্কুল মাঠে ও একটি গ্যারেজে গোপন বৈঠক করতেন জেএমবির সদস্যরা। রিকশা চালানোর সুবাদে লাবু বিভিন্ন এলাকায় রেকি করতেন এবং মুসলমান থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ করতেন। এরই মধ্যে তেমন একজন ধর্মান্তরিত খ্রিস্টানকে কুপিয়ে হত্যা করার জন্য তাকে অনুসরণও করছেন বলে তিনি র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল