রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন— নাজমুল ইসলাম শাওন ও নুরুজ্জামান লাবু। সোমবার রাতে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, জঙ্গিবাদী বই, ৭২৪ মার্কিন ডলারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। র্যাব বলছে, গ্রেফতার হওয়া শাওন বাংলাদেশ মেরিন একাডেমির ৪৬তম ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার। গতকাল সকালে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র?্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রায় ৪০-৫০ জন সমমনা উগ্রবাদীর মধ্যে গ্রেফতারকৃতরা সংযোগ স্থাপন করেছিল। দেশে বিভিন্ন নাশকতা করার জন্যই মূলত তারা সংগঠিত হচ্ছিলেন। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম ২০১৫ সালে উগ্রবাদী ধর্মীয় মতাদর্শে দীক্ষিত হন। ওই বছরই আবু আবদুল্লাহ নামে একজনের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। এই আবু আবদুল্লাহ তাকে জেএমবিতে অন্তর্ভুক্ত করেন। পরে সুলায়মান নামে আরেকজনের সঙ্গে তার পরিচয় হয়। যার মাধ্যমে একই পেশাজীবীদের মধ্যে উগ্রবাদ মতাদর্শ প্রচার করতেন তিনি। এদিকে, নুরুজ্জামান লাবু বাস ও ট্রাকের হেলপার এবং লন্ড্রির দোকানে কাজ করতেন। বর্তমানে তিনি রিকশাচালক হিসেবে কাজ করছিলেন। তবে লাবু ঝিনাইদহ অঞ্চলের আঞ্চলিক জেএমবির নেতা এবং বোমা বানাতে পারদর্শী। ২০১৫ সালে সাইফ ও মারুফ নামে দুই ব্যক্তির মাধ্যমে ধর্মীয় উগ্রবাদের সঙ্গে জড়ান তিনি। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে ঝিনাইদহ স্কুল মাঠে ও একটি গ্যারেজে গোপন বৈঠক করতেন জেএমবির সদস্যরা। রিকশা চালানোর সুবাদে লাবু বিভিন্ন এলাকায় রেকি করতেন এবং মুসলমান থেকে ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ করতেন। এরই মধ্যে তেমন একজন ধর্মান্তরিত খ্রিস্টানকে কুপিয়ে হত্যা করার জন্য তাকে অনুসরণও করছেন বলে তিনি র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
শিরোনাম
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা