শিরোনাম
বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইন হবে জনবান্ধব

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইন হবে জনবান্ধব

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব ও মিডিয়াবান্ধব। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি এখনো পরিষ্কারভাবে বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিছুতেই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে যে বাকস্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতা দেওয়া আছে সেটাকে খর্ব করে কোনো আইন প্রণয়ন করবে না, করবে না, করবে না।’ গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। সংসদের আগামী অধিবেশনে আইনটি পাস হতে পারে বলেও জানান তিনি। বৈঠকে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি ও ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমরা বলেছি সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা যেন কোনোভাবেই খর্ব না হয়, মত প্রকাশের স্বাধীনতা যাতে রক্ষা করা হয়। মন্ত্রী জানিয়েছেন, এটা সরকারেরও উদ্দেশ্য।’ বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘খসড়া আইনের বিভিন্ন ধারার ব্যাখ্যায় অস্পষ্টতা ছিল, আইনমন্ত্রী সেগুলো স্পষ্ট করেছেন। আমরা বলেছি, দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে একটা নিরাপত্তা আইন চাই। আইনের ব্যাখ্যামূলক ও স্পিরিট নিয়ে আলোচনা হয়েছে।’ একাত্তর টিভির প্রধান নির্বাহী (সিইও) মোজাম্মেল হক বাবু বলেন, ‘আমরা মনে করি, এই আইনের মাধ্যমে আমাদের সাংবাদিকতা কোনোভাবেই ক্ষুণ্ন হবে না।’

সর্বশেষ খবর