নির্বাচন নিয়ে সংলাপ হাস্যকর মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংলাপ শব্দটিই আমি উচ্চারণ করিনি। এখানে সংলাপের বিষয় এলো কোথা থেকে! আর নির্বাচন নিয়ে কেন সংলাপ করতে যাব? যেখানে সারা গণতান্ত্রিক বিশ্বের নেতারা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন, সেখানে সংলাপ হবে কেন?’ তিনি বলেন, ‘আমন্ত্রণ জানানো মানে তো সংলাপ নয়। সংলাপ নিয়ে ধূম্রজালেরকথা বলা হচ্ছে। সংলাপ নিয়ে তো আমরা কিছু বলিনি। এখন কেউ যদি মনগড়া সংবাদ পরিবেশন করেন, কী করার আছে?’ তিনি বলেন, তার সব বক্তব্যের অডিও, ভিডিও রেকর্ড রয়েছে। তিনি কখনো বলেননি সংলাপ হবে। আওয়ামী লীগের আসন্ন জনসভা উপলক্ষে গতকাল ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। দলটির ১৯ জানুয়ারির জনসভাকে কেন্দ্র করে ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না। আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচন করব।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রীর ক্যারিশমাটিক নেতৃত্বের কারণে মহাবিজয় পেয়েছে আওয়ামী লীগ। নৌকার টিকিটে আমাদের প্রার্থীরা উপজেলা নির্বাচনে অংশ নেবেন। শরিক দলের প্রার্থীকে নৌকা দেওয়া হবে না। আমাদের যারা শরিক আছেন তাদের প্রতি আহ্বান থাকবেÑ তারা যেন প্রত্যেকে যার যার মতো করে উপজেলা নির্বাচনে অংশ নেন।’ ওবায়দুল কাদের আরও বলেন, আগামী মার্চ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন হবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু। তিনি বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট, বিএনপি, যুক্তফ্রন্ট, বাম দল, জাতীয় পার্টি, ইসলামী দলসহ ৭৫টি দলের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সংলাপ করেছেন। সেই দলগুলোকে বা দলের নেতাদের তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান শুভেচ্ছা বিনিময়ের জন্য।’ সভায় বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, আসলামুল হক এমপি, ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা প্রমুখ। নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মহাবিজয়ে মহাদাপট দেখাচ্ছে এটা যেন না হয়। এবার বড় বিজয়ে বড় ধৈর্য ধরতে হবে। আমাদের সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে। বড় বিজয়ে বড় দায়িত্ব হিসেবে জনগণের প্রতি, দেশের প্রতি এ দায়িত্ব আমাদের পালন করতেই হবে।’
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে