শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মইনুলের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

মইনুলের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

মানহানির ১৪ মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান ‘নো অর্ডার’ আদেশ দেন। এর ফলে ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা। এর আগে গত রবিবার ব্যারিস্টার মইনুল হোসেনকে ১৪ মামলায় জামিনের আদেশ দেয় হাই কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১৬ অক্টোবর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে এক প্রশ্নের জেরে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। ওই মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর ব্যারিস্টার মইনুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেন নারী সাংবাদিক,  বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা। এ ঘটনায় সারা দেশে মইনুল হোসেনের বিরুদ্ধে ১৭টি মানহানির মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ খবর