বাংলা আমাদের মাতৃভাষা। সুতরাং মাতৃভাষা শুদ্ধভাবে চর্চা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা লক্ষ্য করি, দেশের গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তাদের দাফতরিক কাজে নিয়মিত অশুদ্ধ বাংলা ভাষা ও বানান ব্যবহার করছে। এমনকি বিভিন্ন সড়কে যেসব বিজ্ঞাপনের সাইনবোর্ড ঝুলে থাকে সেখানেও বাংলা ভাষার অশুদ্ধ প্রয়োগ দেখা যায়। আমি মনে করি, মাতৃভাষা শুদ্ধভাবে না লিখলে ভাষার অমর্যাদা করা হয়। আইন প্রয়োগ করে মাতৃভাষার শুদ্ধ প্রয়োগ সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবাইকে দায়িত্ব নিতে হবে। নিজের ভাষার শুদ্ধ চর্চা নিজের মর্যাদার মতো সম্মানের। বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, বাংলা বানান অভিধান প্রণয়ন করেছে। এ অভিধান সবাইকে অনুসরণ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের শুদ্ধ ভাষায় লেখার ব্যাপারে উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় যৌথ উদ্যোগে কাজ করতে পারে। দেশের গণমাধ্যমগুলো কাজে লাগিয়ে তারা বাংলা ভাষার শুদ্ধ চর্চায় বিশেষ ভূমিকা রাখতে পারে। বাংলা একাডেমি একটি সেল তৈরি করতে পারে। তার কাজ হবে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতে ভাষা ব্যবহারের শুদ্ধতা নির্ণয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ দান। এমনকি সড়কে সাঁটানো বিজ্ঞাপনের সাইনবোর্ডগুলোর ভাষার শুদ্ধতা নির্ণয়। ভাষা ব্যবহারের ক্ষেত্রে নজরদারি করা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই সেলের অনুমতি নিয়ে সড়কে সাইনবোর্ড টানাবে। সংশ্লিষ্ট সবাই আন্তরিক উদ্যোগ নিলে দেশের বিভিন্ন স্থানে লাগানো বিজ্ঞাপনের সাইনবোর্ডগুলো মাতৃভাষায় লেখা ও তার শুদ্ধতা নির্ণয় সম্ভব। সরকারি-বেসরকারি সব দফতরে বাংলা একাডেমি প্রণীত বানানরীতি অবশ্যই ব্যাবহার করতে হবে। কোনোভাবেই মাতৃভাষার অমর্যাদা করা যাবে না। লেখক : কথাশিল্পী
শিরোনাম
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১