রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

খালেদা প্যারোল আবেদন করলে দেখব

জামালপুর প্রতিনিধি

খালেদা প্যারোল আবেদন করলে দেখব

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন পাওয়া যায়নি। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে তার মুক্তির বিষয়ে সরকার চিন্তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ নৌ থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ বাহিনীর কোনো সদস্য যদি দুর্নীতিতে জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ করে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তার সঙ্গে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, অ্যাডিশনাল আইজিপি মো. মোখলেছুর রহমান, নৌপুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে দেওয়ানগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে জেলা পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

সর্বশেষ খবর