স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেছেন, বিএনপির দাবি হওয়া উচিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। তাদের পক্ষ থেকে আন্দোলনটা এভাবে আসা উচিত। তখন সরকার অনুনয়, বিনয় করে এসে বলবে, ‘নিঃশর্তটা ছেড়ে উনাকে প্যারোলে মুক্তি দিই।’ কিন্তু আপনি (খালেদা জিয়া) যদি প্যারোল চেয়ে বসেন তাহলে তো শেখ হাসিনা জামিন দিতে চাইবেন। সোমবার রাতে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির রাজনীতির সমালোচনা করে নূরে আলম সিদ্দিকী বলেন, ২০১৪ সালে জাতীয় নির্বাচন বয়কট করে বিএনপি মহা ভুল করেছে। বয়কট করা কিছুটা সমর্থন করা যেত, যুক্তিসঙ্গত ভাবা যেত, যদি বিএনপি দেশব্যাপী একটি সম্যক আন্দোলন সৃষ্টি করতে পারত। কার্যকরী আন্দোলন সৃষ্টি করতে পারত। কিন্তু বিএনপি তা পারেনি। গতবার উনারা নির্বাচনে গেলেন না। এবার নির্বাচনে গিয়ে অল্প কয়টা সিট পেলেন, তার পরও উনারা শপথ নিচ্ছেন না। তর্কের খাতিরে ধরে নেন, উনারা শপথ নেবেন না। এভাবেই কোনো রকমে ঘষামাজা করতে করতে আরেকটা নির্বাচন এসে গেল, তখন বিএনপি কোনো মুখে নির্বাচন করতে যাবে? জনগণ বলবে ভাই, আপনাদের ভোট দিয়ে লাভ কী, আপনারা নির্বাচিত হয়ে তো শপথই নেন না। তাই তাদের এখন সংসদে যাওয়া উচিত। বিএনপির উদ্দেশে নূরে আলম সিদ্দিকী বলেন, সংসদে যান, কথা বলেন, ওয়াকআউট করেন। নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়েই তো আপনারা নির্বাচিত হয়ে আসছেন। সংসদে গিয়ে শপথ নিয়ে এ কথাগুলো বলেন। সময় না দিলে ওয়াকআউট করেন। বের হয়ে যান, আবার আসেন। কিন্তু আপনারা তা না করে এমনিতেই তাদের জন্য অবারিত দ্বার ছেড়ে দিয়েছেন।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
খালেদা প্যারোল চাইলে সরকার চাইবে জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর