স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেছেন, বিএনপির দাবি হওয়া উচিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি। তাদের পক্ষ থেকে আন্দোলনটা এভাবে আসা উচিত। তখন সরকার অনুনয়, বিনয় করে এসে বলবে, ‘নিঃশর্তটা ছেড়ে উনাকে প্যারোলে মুক্তি দিই।’ কিন্তু আপনি (খালেদা জিয়া) যদি প্যারোল চেয়ে বসেন তাহলে তো শেখ হাসিনা জামিন দিতে চাইবেন। সোমবার রাতে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির রাজনীতির সমালোচনা করে নূরে আলম সিদ্দিকী বলেন, ২০১৪ সালে জাতীয় নির্বাচন বয়কট করে বিএনপি মহা ভুল করেছে। বয়কট করা কিছুটা সমর্থন করা যেত, যুক্তিসঙ্গত ভাবা যেত, যদি বিএনপি দেশব্যাপী একটি সম্যক আন্দোলন সৃষ্টি করতে পারত। কার্যকরী আন্দোলন সৃষ্টি করতে পারত। কিন্তু বিএনপি তা পারেনি। গতবার উনারা নির্বাচনে গেলেন না। এবার নির্বাচনে গিয়ে অল্প কয়টা সিট পেলেন, তার পরও উনারা শপথ নিচ্ছেন না। তর্কের খাতিরে ধরে নেন, উনারা শপথ নেবেন না। এভাবেই কোনো রকমে ঘষামাজা করতে করতে আরেকটা নির্বাচন এসে গেল, তখন বিএনপি কোনো মুখে নির্বাচন করতে যাবে? জনগণ বলবে ভাই, আপনাদের ভোট দিয়ে লাভ কী, আপনারা নির্বাচিত হয়ে তো শপথই নেন না। তাই তাদের এখন সংসদে যাওয়া উচিত। বিএনপির উদ্দেশে নূরে আলম সিদ্দিকী বলেন, সংসদে যান, কথা বলেন, ওয়াকআউট করেন। নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়েই তো আপনারা নির্বাচিত হয়ে আসছেন। সংসদে গিয়ে শপথ নিয়ে এ কথাগুলো বলেন। সময় না দিলে ওয়াকআউট করেন। বের হয়ে যান, আবার আসেন। কিন্তু আপনারা তা না করে এমনিতেই তাদের জন্য অবারিত দ্বার ছেড়ে দিয়েছেন।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
খালেদা প্যারোল চাইলে সরকার চাইবে জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর