মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

সুন্দরবন ও টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ৫

প্রতিদিন ডেস্ক

খুলনার সুন্দরবন ও টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ৩ জলদস্যু ও ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক  ও প্রতিনিধির পাঠানো বিবরণ- খুলনা : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘রানা বাহিনীর’ প্রধান রানা ওরফে পান্নাসহ ৩ জলদস্যু নিহত হয়েছেন। গতকাল সকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর চরপুটিয়া খোন্তা কোদাইল্লা খালে এ ঘটনা ঘটে। পশুর নদী খুলনার দাকোপ ও বাগেরহাটের মোংলা এলাকায় অবস্থিত। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও জলদস্যুদের ব্যবহৃত ১টি নৌকা জব্দ করা হয়েছে। নিহতরা হলেন, ‘বাহিনী প্রধান’ রানা ওরফে পান্না, সেকেন্ড ইন কমান্ড জুলহাস ও কামরুজ্জামান। এর মধ্যে রানার বাড়ি বাগেরহাটের কচুয়া এলাকায়। নিহতদের বয়স ২৮ থেকে ৩৫ এর মধ্যে। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজার শামীম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোন্তা কোদাইল্লা খালে জলদস্যুদের অবস্থান জানতে পেরে গতকাল ভোর রাতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। টের পেয়ে জলদস্যুরা গুলি চালায়। র‌্যাবও গুলি চালায়। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পর জলদস্যুরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৩ দস্যুকে আটক করা হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে জলদস্যুদের ব্যবহৃত নৌকার ভিতর থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়।

কক্সবাজার : টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যা¤প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন টেকনাফ হ্নীলা নয়াপাড়া শরণার্থী শিবিরের বাচা মিয়ার ছেলে মো. আলম (৩৫) ও জাদিমোড়া রোহিঙ্গা শিবিরের আলী হোসেনের মো. রফিক (২০)। তারা চিহ্নিত মাদক কারবারি বলে পুলিশ জানিয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আগেরদিন বিকালে আটক দুই রোহিঙ্গার স্বীকারোক্তি অনুযায়ী রাতে ইয়াবা ও অস্ত্র  উদ্ধারের জন্য গেলে সেখানে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় বন্দুকধারীদের গুলিতে ২ পুলিশ কর্মকর্তা আহত হন। তারা হলেন এসআই সাব্বির, এসআই বাবুল। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় ও আহত পুলিশ  সদস্যদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক দুই মাদক কারবারিকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় দুইটি দেশীয় এলজি, ৭ রাউন্ড গুলি, ২ হাজার ২০০ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

সর্বশেষ খবর