বুধবার, ১৫ মে, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে পাঁচ জন নিহত

প্রতিদিন ডেস্ক

কক্সবাজার, যশোর ও পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন রোহিঙ্গাসহ পাঁচজন নিহত হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, মানব পাচার ও ডাকাতির অভিযোগ রয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- কক্সবাজার : জেলার সদর ও টেকনাফ উপজেলায় সোমবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহতদের দুজন রোহিঙ্গা। তারা মানব পাচারকারী। আরেকজন মাদক ব্যবসায়ী। তিনজন হলেন আবদুস সালাম (৫২), আজিম উল্লাহ (২২) ও ছৈয়দুল মোস্তফা ভুলু (৩৫)। যশোর : গতকাল ভোর রাতে যশোরে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি উদ্ধার করে। পাবনা : পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে ঈশ্বরদী বাঁশেরবাদা গ্রামের আবদুল আজিজ মোল্লার ছেলে। পুলিশের দাবি তিতাস তালিকাভুক্ত ডাকাত ও সন্ত্রাসী।

সর্বশেষ খবর