সেমিফাইনালে কি উঠবে বাংলাদেশ? বিশ্বকাপে এটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন! আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসী জয়ের পর বাংলাদেশকে নিয়ে ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে হাজারগুণ! নড়েচড়ে বসেছে সেমিফাইনালে খেলার সম্ভাবনাময়ী দলগুলো! হ্যাঁ, সম্ভাবনাময়ী। কারণ, এখনো কারও শেষ চার নিশ্চিত হয়নি। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া যেমন বাকি সবার সেমিতে যাওয়ার সুযোগ আছে, তেমনি যে কারও বাদ পড়ার সম্ভাবনাও কিন্তু আছে! তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রায়
নিশ্চিত করেই ফেলেছে শেষ চার। কেন না ৬ ম্যাচে কিউইদের পয়েন্ট ১১, অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। বাকি তিন ম্যাচের মধ্যে একটি করে জয় পেলেই তাদেরকে আটকানোর কেউ নেই। পয়েন্ট মাত্র ৯ হলেও ভারতের খেলার বাকি আছে আরও ৪টি। তাই কোহলিদের ঝামেলাও অনেকটা কমই। তবে তৃতীয় নম্বর পজিসন নিয়ে ঝামেলা আছে বিস্তর। স্বাগতিক ইংল্যান্ডের পয়েন্ট ৮, কিন্তু তাদের খেলা আছে আরও ৩টি। এখানেই দারুণ সম্ভাবনা দেখছে বাংলাদেশ। কেন না ইংল্যান্ডের পরের তিন ম্যাচের প্রতিপক্ষই কঠিন- ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিন ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের পয়েন্ট এখন ইংল্যান্ডের চেয়ে মাত্র ১ কম। কিন্তু একটি ম্যাচ বেশি খেলেছে টাইগাররা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে লাল-সবুজরা। পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ্ জিততে পারলে হবে ১১। আর এদিকে ইংল্যান্ড যদি একটি জয়ও পায় তখন শেষ চারে উঠে যাবে বাংলাদেশই। আবার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এশিয়ার অন্য দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কারও। ৬ ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ৬, পাকিস্তানের ৫। পরের তিন ম্যাচ যে দল জিতবে তাদেরও সম্ভাবনা তৈরি হবে। সবকিছু মিলে এবারের বিশ্বকাপটা যেন জমে উঠেছে। সেমিফাইনালের দরজা খোলা আছে সাত দলের সামনে, যে কেউ ঢুকে যেতে পারে! আফগানদের সঙ্গে দাপুটে জয়ের পর ইংলিশ মিডিয়া তো বাংলাদেশকে যেন সেমিতেই দেখতে পাচ্ছে! তাদের মনে ভয় ধরেছে, শেষ পর্যন্ত স্বাগতিকরাই বাদ পড়ে যায় কিনা! সাকিব আল হাসান যে ফর্মে আছেন, পরের দুই ম্যাচে টাইগারদের জয়টাও যেন দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব! ৬ ম্যাচে ৪৭৬ রান, পাশাপাশি ১০ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে আপাতত তার আশেপাশে তো কেউ নেই-ই, বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাশা দলকেও চাচ্ছেন শেষ চারে! কিন্তু এখন সব কিছু টাইগারদের হাতে নেই। এখন লক্ষ্য একটাই পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে জয়, তারপর নাটকের জন্য অপেক্ষা করা!
শিরোনাম
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
সেমির স্বপ্নে বিভোর বাংলাদেশ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর