সেমিফাইনালে কি উঠবে বাংলাদেশ? বিশ্বকাপে এটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন! আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসী জয়ের পর বাংলাদেশকে নিয়ে ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে হাজারগুণ! নড়েচড়ে বসেছে সেমিফাইনালে খেলার সম্ভাবনাময়ী দলগুলো! হ্যাঁ, সম্ভাবনাময়ী। কারণ, এখনো কারও শেষ চার নিশ্চিত হয়নি। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া যেমন বাকি সবার সেমিতে যাওয়ার সুযোগ আছে, তেমনি যে কারও বাদ পড়ার সম্ভাবনাও কিন্তু আছে! তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রায় নিশ্চিত করেই ফেলেছে শেষ চার। কেন না ৬ ম্যাচে কিউইদের পয়েন্ট ১১, অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। বাকি তিন ম্যাচের মধ্যে একটি করে জয় পেলেই তাদেরকে আটকানোর কেউ নেই। পয়েন্ট মাত্র ৯ হলেও ভারতের খেলার বাকি আছে আরও ৪টি। তাই কোহলিদের ঝামেলাও অনেকটা কমই। তবে তৃতীয় নম্বর পজিসন নিয়ে ঝামেলা আছে বিস্তর। স্বাগতিক ইংল্যান্ডের পয়েন্ট ৮, কিন্তু তাদের খেলা আছে আরও ৩টি। এখানেই দারুণ সম্ভাবনা দেখছে বাংলাদেশ। কেন না ইংল্যান্ডের পরের তিন ম্যাচের প্রতিপক্ষই কঠিন- ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিন ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের পয়েন্ট এখন ইংল্যান্ডের চেয়ে মাত্র ১ কম। কিন্তু একটি ম্যাচ বেশি খেলেছে টাইগাররা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে লাল-সবুজরা। পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ্ জিততে পারলে হবে ১১। আর এদিকে ইংল্যান্ড যদি একটি জয়ও পায় তখন শেষ চারে উঠে যাবে বাংলাদেশই। আবার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এশিয়ার অন্য দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কারও। ৬ ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ৬, পাকিস্তানের ৫। পরের তিন ম্যাচ যে দল জিতবে তাদেরও সম্ভাবনা তৈরি হবে। সবকিছু মিলে এবারের বিশ্বকাপটা যেন জমে উঠেছে। সেমিফাইনালের দরজা খোলা আছে সাত দলের সামনে, যে কেউ ঢুকে যেতে পারে! আফগানদের সঙ্গে দাপুটে জয়ের পর ইংলিশ মিডিয়া তো বাংলাদেশকে যেন সেমিতেই দেখতে পাচ্ছে! তাদের মনে ভয় ধরেছে, শেষ পর্যন্ত স্বাগতিকরাই বাদ পড়ে যায় কিনা! সাকিব আল হাসান যে ফর্মে আছেন, পরের দুই ম্যাচে টাইগারদের জয়টাও যেন দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব! ৬ ম্যাচে ৪৭৬ রান, পাশাপাশি ১০ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে আপাতত তার আশেপাশে তো কেউ নেই-ই, বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাশা দলকেও চাচ্ছেন শেষ চারে! কিন্তু এখন সব কিছু টাইগারদের হাতে নেই। এখন লক্ষ্য একটাই পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে জয়, তারপর নাটকের জন্য অপেক্ষা করা!
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
সেমির স্বপ্নে বিভোর বাংলাদেশ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর