সেমিফাইনালে কি উঠবে বাংলাদেশ? বিশ্বকাপে এটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন! আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসী জয়ের পর বাংলাদেশকে নিয়ে ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে হাজারগুণ! নড়েচড়ে বসেছে সেমিফাইনালে খেলার সম্ভাবনাময়ী দলগুলো! হ্যাঁ, সম্ভাবনাময়ী। কারণ, এখনো কারও শেষ চার নিশ্চিত হয়নি। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া যেমন বাকি সবার সেমিতে যাওয়ার সুযোগ আছে, তেমনি যে কারও বাদ পড়ার সম্ভাবনাও কিন্তু আছে! তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রায়
নিশ্চিত করেই ফেলেছে শেষ চার। কেন না ৬ ম্যাচে কিউইদের পয়েন্ট ১১, অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। বাকি তিন ম্যাচের মধ্যে একটি করে জয় পেলেই তাদেরকে আটকানোর কেউ নেই। পয়েন্ট মাত্র ৯ হলেও ভারতের খেলার বাকি আছে আরও ৪টি। তাই কোহলিদের ঝামেলাও অনেকটা কমই। তবে তৃতীয় নম্বর পজিসন নিয়ে ঝামেলা আছে বিস্তর। স্বাগতিক ইংল্যান্ডের পয়েন্ট ৮, কিন্তু তাদের খেলা আছে আরও ৩টি। এখানেই দারুণ সম্ভাবনা দেখছে বাংলাদেশ। কেন না ইংল্যান্ডের পরের তিন ম্যাচের প্রতিপক্ষই কঠিন- ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিন ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের পয়েন্ট এখন ইংল্যান্ডের চেয়ে মাত্র ১ কম। কিন্তু একটি ম্যাচ বেশি খেলেছে টাইগাররা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে লাল-সবুজরা। পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ্ জিততে পারলে হবে ১১। আর এদিকে ইংল্যান্ড যদি একটি জয়ও পায় তখন শেষ চারে উঠে যাবে বাংলাদেশই। আবার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এশিয়ার অন্য দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কারও। ৬ ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ৬, পাকিস্তানের ৫। পরের তিন ম্যাচ যে দল জিতবে তাদেরও সম্ভাবনা তৈরি হবে। সবকিছু মিলে এবারের বিশ্বকাপটা যেন জমে উঠেছে। সেমিফাইনালের দরজা খোলা আছে সাত দলের সামনে, যে কেউ ঢুকে যেতে পারে! আফগানদের সঙ্গে দাপুটে জয়ের পর ইংলিশ মিডিয়া তো বাংলাদেশকে যেন সেমিতেই দেখতে পাচ্ছে! তাদের মনে ভয় ধরেছে, শেষ পর্যন্ত স্বাগতিকরাই বাদ পড়ে যায় কিনা! সাকিব আল হাসান যে ফর্মে আছেন, পরের দুই ম্যাচে টাইগারদের জয়টাও যেন দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব! ৬ ম্যাচে ৪৭৬ রান, পাশাপাশি ১০ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে আপাতত তার আশেপাশে তো কেউ নেই-ই, বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাশা দলকেও চাচ্ছেন শেষ চারে! কিন্তু এখন সব কিছু টাইগারদের হাতে নেই। এখন লক্ষ্য একটাই পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে জয়, তারপর নাটকের জন্য অপেক্ষা করা!
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
সেমির স্বপ্নে বিভোর বাংলাদেশ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর