সেমিফাইনালে কি উঠবে বাংলাদেশ? বিশ্বকাপে এটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন! আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসী জয়ের পর বাংলাদেশকে নিয়ে ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে হাজারগুণ! নড়েচড়ে বসেছে সেমিফাইনালে খেলার সম্ভাবনাময়ী দলগুলো! হ্যাঁ, সম্ভাবনাময়ী। কারণ, এখনো কারও শেষ চার নিশ্চিত হয়নি। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া যেমন বাকি সবার সেমিতে যাওয়ার সুযোগ আছে, তেমনি যে কারও বাদ পড়ার সম্ভাবনাও কিন্তু আছে! তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রায় নিশ্চিত করেই ফেলেছে শেষ চার। কেন না ৬ ম্যাচে কিউইদের পয়েন্ট ১১, অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। বাকি তিন ম্যাচের মধ্যে একটি করে জয় পেলেই তাদেরকে আটকানোর কেউ নেই। পয়েন্ট মাত্র ৯ হলেও ভারতের খেলার বাকি আছে আরও ৪টি। তাই কোহলিদের ঝামেলাও অনেকটা কমই। তবে তৃতীয় নম্বর পজিসন নিয়ে ঝামেলা আছে বিস্তর। স্বাগতিক ইংল্যান্ডের পয়েন্ট ৮, কিন্তু তাদের খেলা আছে আরও ৩টি। এখানেই দারুণ সম্ভাবনা দেখছে বাংলাদেশ। কেন না ইংল্যান্ডের পরের তিন ম্যাচের প্রতিপক্ষই কঠিন- ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিন ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের পয়েন্ট এখন ইংল্যান্ডের চেয়ে মাত্র ১ কম। কিন্তু একটি ম্যাচ বেশি খেলেছে টাইগাররা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে লাল-সবুজরা। পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ্ জিততে পারলে হবে ১১। আর এদিকে ইংল্যান্ড যদি একটি জয়ও পায় তখন শেষ চারে উঠে যাবে বাংলাদেশই। আবার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এশিয়ার অন্য দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কারও। ৬ ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ৬, পাকিস্তানের ৫। পরের তিন ম্যাচ যে দল জিতবে তাদেরও সম্ভাবনা তৈরি হবে। সবকিছু মিলে এবারের বিশ্বকাপটা যেন জমে উঠেছে। সেমিফাইনালের দরজা খোলা আছে সাত দলের সামনে, যে কেউ ঢুকে যেতে পারে! আফগানদের সঙ্গে দাপুটে জয়ের পর ইংলিশ মিডিয়া তো বাংলাদেশকে যেন সেমিতেই দেখতে পাচ্ছে! তাদের মনে ভয় ধরেছে, শেষ পর্যন্ত স্বাগতিকরাই বাদ পড়ে যায় কিনা! সাকিব আল হাসান যে ফর্মে আছেন, পরের দুই ম্যাচে টাইগারদের জয়টাও যেন দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব! ৬ ম্যাচে ৪৭৬ রান, পাশাপাশি ১০ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে আপাতত তার আশেপাশে তো কেউ নেই-ই, বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাশা দলকেও চাচ্ছেন শেষ চারে! কিন্তু এখন সব কিছু টাইগারদের হাতে নেই। এখন লক্ষ্য একটাই পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে জয়, তারপর নাটকের জন্য অপেক্ষা করা!
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
সেমির স্বপ্নে বিভোর বাংলাদেশ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর