সেমিফাইনালে কি উঠবে বাংলাদেশ? বিশ্বকাপে এটি এখন মিলিয়ন ডলারের প্রশ্ন! আফগানিস্তানের বিরুদ্ধে আগ্রাসী জয়ের পর বাংলাদেশকে নিয়ে ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে হাজারগুণ! নড়েচড়ে বসেছে সেমিফাইনালে খেলার সম্ভাবনাময়ী দলগুলো! হ্যাঁ, সম্ভাবনাময়ী। কারণ, এখনো কারও শেষ চার নিশ্চিত হয়নি। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া যেমন বাকি সবার সেমিতে যাওয়ার সুযোগ আছে, তেমনি যে কারও বাদ পড়ার সম্ভাবনাও কিন্তু আছে! তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রায়
নিশ্চিত করেই ফেলেছে শেষ চার। কেন না ৬ ম্যাচে কিউইদের পয়েন্ট ১১, অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০। বাকি তিন ম্যাচের মধ্যে একটি করে জয় পেলেই তাদেরকে আটকানোর কেউ নেই। পয়েন্ট মাত্র ৯ হলেও ভারতের খেলার বাকি আছে আরও ৪টি। তাই কোহলিদের ঝামেলাও অনেকটা কমই। তবে তৃতীয় নম্বর পজিসন নিয়ে ঝামেলা আছে বিস্তর। স্বাগতিক ইংল্যান্ডের পয়েন্ট ৮, কিন্তু তাদের খেলা আছে আরও ৩টি। এখানেই দারুণ সম্ভাবনা দেখছে বাংলাদেশ। কেন না ইংল্যান্ডের পরের তিন ম্যাচের প্রতিপক্ষই কঠিন- ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তিন ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের পয়েন্ট এখন ইংল্যান্ডের চেয়ে মাত্র ১ কম। কিন্তু একটি ম্যাচ বেশি খেলেছে টাইগাররা। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে লাল-সবুজরা। পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ্ জিততে পারলে হবে ১১। আর এদিকে ইংল্যান্ড যদি একটি জয়ও পায় তখন শেষ চারে উঠে যাবে বাংলাদেশই। আবার সম্ভাবনা শেষ হয়ে যায়নি এশিয়ার অন্য দুই দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কারও। ৬ ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ৬, পাকিস্তানের ৫। পরের তিন ম্যাচ যে দল জিতবে তাদেরও সম্ভাবনা তৈরি হবে। সবকিছু মিলে এবারের বিশ্বকাপটা যেন জমে উঠেছে। সেমিফাইনালের দরজা খোলা আছে সাত দলের সামনে, যে কেউ ঢুকে যেতে পারে! আফগানদের সঙ্গে দাপুটে জয়ের পর ইংলিশ মিডিয়া তো বাংলাদেশকে যেন সেমিতেই দেখতে পাচ্ছে! তাদের মনে ভয় ধরেছে, শেষ পর্যন্ত স্বাগতিকরাই বাদ পড়ে যায় কিনা! সাকিব আল হাসান যে ফর্মে আছেন, পরের দুই ম্যাচে টাইগারদের জয়টাও যেন দেখতে পাচ্ছে ক্রিকেট বিশ্ব! ৬ ম্যাচে ৪৭৬ রান, পাশাপাশি ১০ উইকেট। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে আপাতত তার আশেপাশে তো কেউ নেই-ই, বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাশা দলকেও চাচ্ছেন শেষ চারে! কিন্তু এখন সব কিছু টাইগারদের হাতে নেই। এখন লক্ষ্য একটাই পরের দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে জয়, তারপর নাটকের জন্য অপেক্ষা করা!
শিরোনাম
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
সেমির স্বপ্নে বিভোর বাংলাদেশ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর