শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

২০০৮ সাল থেকে অগণতান্ত্রিক নির্বাচন হচ্ছে

-জয়নাল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

২০০৮ সাল থেকে অগণতান্ত্রিক নির্বাচন হচ্ছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন,  ২০০৮ সাল থেকে দেশে অগণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন। জয়নুল আবদিন বলেন, গণতন্ত্র হত্যা ও ভোট চুরিতে প্রতিযোগিতা হলে বর্তমান ‘অবৈধ’ সরকার বিশ্বচ্যাম্পিয়ন হতো। ২০০৮ সালের পর দেশে কোনো নির্বাচন সঠিক হয়েছে? আওয়ামী লীগ ২০০৮-এর নির্বাচনে জয়লাভ করেছে মইন ইউ আহমেদের কারণে, আরেক নির্বাচনে জয়লাভ করেছে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল অংশগ্রহণ না করায়। এবারের নির্বাচনে জয়লাভ করেছে যে নির্বাচনের কথা শুনলে সাংবাদিকরা হাসেন, বিশ্ববাসী হাসেন, দেশের ভোটাররা হাসেন। আগের দিন রাতে ভোট হয়, রেজাল্ট হয় পরের দিন সন্ধ্যেবেলা। সরকারকে হুঁশিয়ারি দিয়ে ফারুক বলেন, এখনো সময় আছে খালেদা জিয়াকে মুক্তি দিন, নিরপেক্ষ নির্বাচন দিন। আন্দোলন আমরা এখনো শুরু করিনি। শুধু আন্দোলন শুরুর একটা বার্তা ৩ সেপ্টেম্বর বিএনপি কার্যালয়ের সামনে আপনারা দেখেছেন। এই বার্তা যদি আপনারা আওয়ামী লীগ বুঝতে না পারেন, এই জমায়েত এই জনস্রোত যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আয়োজক সংগঠনের সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর