শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এ সরকার সব খেয়ে ফেলছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকের প্রধান চরিত্রের মতোই এ ‘সরকার সবকিছু খেয়ে ফেলছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এরা (সরকার) সব তো খাওয়া শুরু করেছে। আমরা খুব সুন্দর একটা নাটক দেখেছিলাম মুনতাসীর ফ্যান্টাসি। এটা সেলিম আল দ্বীনের লেখা। এখানে প্রধান চরিত্র যার- সে সবকিছু  খেয়ে ফেলে। প্রচ  ক্ষুধা তার। খেতে খেতে চেয়ার-টেবিল, কাগজ সবকিছুই খেয়ে ফেলছে। বর্তমান সরকারও মুনতাসীর ফ্যান্টাসির মধ্যে পড়েছে। এখন সবকিছু খেয়ে ফেলছে। এরা ক্যাসিনো খেলে। বড় বড় মেগা প্রজেক্টের সব খেয়ে ফেলছে। এখন সাধারণ মানুষের পিয়াজ আর লবণ নিয়েও টানাটানি শুরু করেছে।

গতকাল সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। মির্জা ফখরুল বলেন, এ সরকারের একটাই মাত্র উদ্দেশ্য- যে কোনো প্রকার ক্ষমতায় থেকে শুধু লুটপাট করা। দেশের মানুষের কথা চিন্তা করার তাদের কোনো অবকাশ নেই। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ‘পাহাড়ের মতো শক্তিশালী’ ঐক্যের আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। আমরা দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ করব ইনশা আল্লাহ। আমরা এমন এক গণআন্দোলন সৃষ্টি করব, যে গণআন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। গণতন্ত্র মুক্তি পাবে। তিনি বলেন, আসুন সব ভেদাভেদ ও বিভ্রান্তি ভুলে নিজেদের মধ্যে কোনো রকম দ্বিধা সৃষ্টি না করে পাহাড়ের মতো শক্তি নিয়ে আমাদের একতাবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র উদ্ধার করেছি। ঠিক একইভাবে তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হব।

সর্বশেষ খবর