শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ ভারতের ইতিহাস-ঐতিহ্য অভিন্ন

রংপুর প্রতিনিধি

বাংলাদেশ ভারতের ইতিহাস-ঐতিহ্য অভিন্ন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, ‘বাংলাদেশ ও ভারত পাশাপাশি অবস্থিত দুই বন্ধুপ্রতিম দেশ, অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী। এই গৌরবময় উত্তরাধিকারকে ধরে রাখতে দুটি দেশের মানুষকে একসঙ্গে কাজ করে যেতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন অধ্যায়ে উপনীত হয়েছে। শিক্ষার ক্ষেত্রে দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। পারস্পরিক সুসম্পর্কের কারণে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা বৃত্তিসহ বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ভারত সরকারের বিভিন্ন কারিগরি ট্রেডে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির চালু রয়েছে। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১-কে সামনে রেখে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি উন্নয়ন, আইসিটি, জীবিকা উন্নয়ন, পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং শিশুকল্যাণে ভারত সরকার বিভিন্নভাবে অনুদান প্রদান করে আসছে এবং পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে তিনি ব্যবসায়ী সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কর্মকান্ডে র ভূয়সী প্রশংসা করেন এবং আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের ভারত সরকারের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শুক্রবার সকালে রংপুর চেম্বার প্রতিষ্ঠিত ও পরিচালিত আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব অর্থায়নে বর্ধিতাংশ পঞ্চম তলার একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এ সময় তিনি ভারতীয় হাইকমিশনের অনুদানে স্থাপিত সায়েন্স ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি পরিদর্শন করেন। রিভা গাঙ্গুলী দাস আরও বলেছেন, ‘বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ক্রমেই  বাড়ছে। দুই দেশের দুই প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভারত সরকারের ১৯৩ মিলিয়ন ডলার সহায়তায় আগামী চার বছরে বাংলাদেশে ১২টি হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ হবে। এগুলোতে ভারত এবং বাংলাদেশের সমন্বয়ে ৩০ হাজার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আইটি জনশক্তি হিসেবে তৈরি করা হবে।’

সর্বশেষ খবর