সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সিটি নির্বাচন নিয়ে বৈঠক

অস্ত্র নিয়ে নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণে থাকবে সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ভোটের আগে-পরে পাঁচদিন ঢাকায় বৈধ আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শনে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে সোস্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা হবে বলেও জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র পরিবহন, বহন ও প্রদর্শন করা যাবে না। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, আনসার প্রস্তুত থাকবে এবং স্বচ্ছভাবে দায়িত্ব পালন করবে।

সর্বশেষ খবর