শিরোনাম
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ডাকঘর স্কিমের সুদের হার পুনর্বিবেচনা হবে

অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গত ১৩ ফেব্রুয়ারি সরকার হঠাৎ এক ঘোষণায় ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার অর্ধেকে নামিয়ে আনে। সমালোচনার মধ্যে এই স্কিমের সুদ-হারের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এখনই হয়তো কিছু করতে পারব না, আগামী বাজেটের পর এটি নিয়ে কিছু করা হবে। গতকাল বিকালে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আগামীতে সঞ্চয়পত্রের সুদ-হার কমানোরও ইঙ্গিত দেন। মন্ত্রী বলেন, সঞ্চয়পত্রের সুদের হারও বেশি। দেখি এটা নিয়েও কিছু করতে পারি কিনা।

ডাকঘর স্কিমের সুদ-হার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যেহেতু ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার প্রায় অর্ধেকে কমিয়ে আনা নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। এ বিষয় নিয়ে আমরা আলাপ-আলোচনা করব। এখন হয়তো কিছু করতে পারব না, আগামী বাজেটের পর এটি নিয়ে কিছু করা হবে। ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার কমানোর কারণ ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, আমরা এর আগে যখন সঞ্চয়পত্র বিক্রির ওপর কিছু নিয়মকানুন চালু করলাম। তখন দেখতে পেলাম সমাজের সেই অংশ যারা ৬-৭ কোটি টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করত, তারা সবাই ডাকঘরে চলে গেল। আগামীতে সঞ্চয়পত্রের সুদ-হার কমানোর ঈঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় স্কিম করা হয়েছিল সাধারণ মানুষের জন্য। কিন্তু এগুলোর বড় ধরনের অপব্যবহার হয়েছে। সঞ্চয়পত্রের সুদের হারও বেশি। দেখি এটা নিয়েও কিছু করতে পারি কিনা। সঞ্চয়পত্র নিয়ে দেশে কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমরা এগুলো চাইনি। ব্যাংকের সুদের হার প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের এমন কোনো দেশ নেই, যেখানে ব্যাংকে টাকা রাখলে এত বেশি সুদ দেওয়া হয়। এসব পদক্ষেপের মাধ্যমে বিশ্বের দেশগুলোর সঙ্গে এক জায়গায় যেতে না পারলেও কাছাকাছি যাওয়া যাবে। সরকারকে কর না দিয়ে সব (মুনাফা) নিয়ে যাওয়ার উদাহরণ খুব বেশি দেশে নেই। ব্যাংক খাতে সুদের হার এক অঙ্কে নিয়ে আসাটা অনেক বড় কাজ। এটা করতে গেলে সম্পর্কিত সব উপকরণে হাত দিতে হবে। অর্থমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যাংকে টাকা রাখলে সুদ দেওয়া হয় না, উল্টো টাকা দিতে হয়। যে দেশে ব্যবসা আছে, সে দেশে ব্যাংকে টাকা রাখে না। আমাদের কাছে সবাই সমান, ব্যবসায়ীদের কার্যকর সুদে টাকা দিতে হবে এটি আমাদের প্রতিশ্রুতি। না হলে ব্যবসা প্রসার হবে না। ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর