সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনার উৎপাতে আমরা পরাস্ত

নিজস্ব প্রতিবেদক

করোনার উৎপাতে আমরা পরাস্ত

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেছেন, করোনাভাইরাসের উৎপাতে এখন আমরা একটু পরাস্ত। মুজিববর্ষের অনুষ্ঠানও কাটছাঁট হয়েছে। লাল-সবুজের টি শার্টের মধ্য দিয়ে মুজিব ও দেশপ্রেমের প্রতি আমরা উদ্বুদ্ধ হবো। সবার মধ্যে মুজিব বেঁচে থাকুক। তিনি আরও বলেন, পোশাক খাতে এখন ভীষণ কষ্টের সময় যাচ্ছে। আশা করি, জাতির জনকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা বেঁচে থাকব এবং টিকে থাকব। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গতকাল এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. রুবানা হক। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে এক লাখ টি-শার্ট ও পোলো শার্ট হস্তান্তর করে বিজিএমইএ।

অনুষ্ঠানে ড. রুবানা হক বলেন, দেশের তৈরি পোশাক খাত বর্তমানে সংগ্রামের মধ্যে চলছে। তবুও আমরা পরাস্ত হবো না, কারণ বাঙালি কখনো পরাস্ত হওয়ার জাতি নয়। তিনি বলেন, জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করতে পেরে বিজিএমইএ পরিবার অত্যন্ত গর্বিত। মুজিববর্ষ উপলক্ষে বছরজুড়ে নেওয়া অনুষ্ঠানগুলোতে পোশাকশিল্প পরিবার যেন কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকতে পারে, এ আশা করছি।

সর্বশেষ খবর