বেশ কতগুলো কারণে নিউজিল্যান্ডের নির্বাচনে বিপুলভাবে দ্বিতীয় দফায় বিজয়ী হয়েছেন জাসিন্ডা আরডার্নের দল। পর্যবেক্ষকরা বলছেন, নিউজিল্যান্ডের রাজনীতিতে অনুপ্রেরণামূলক নেতৃত্ব এবং তুখোড় বিপর্যয় মোকাবিলা করার দক্ষতার কারণেই এ বিজয় সম্ভব হয়েছে। এ কারণে শুধু দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেন জাসিন্ডা। সূত্র : অনলাইন। পর্যবেক্ষকদের অভিমত, অতিমারী করোনা রুখতে অতিসক্রিয় ভূমিকা পালন করেন জাসিন্ডা। গত জুন মাসের ৯ তারিখ নিউজিল্যান্ড নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করে। কারণ ২৯ মের পর থেকে সে দেশে কেউ করোনায় আক্রান্ত হননি। বিশেষ করে নির্বাচনে জাসিন্ডার বিপুল জয়ের নেপথ্যে করোনাকালে পরিকল্পিত ‘কাজকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তিনি বাস্তবসম্মতভাবে করোনারোধী চার দফা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। চারটি পর্যায়ের একটি ছিল স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা। হিসেবে দেখা গেছে, ২০ মার্চের কাছাকাছি জাসিন্ডার সরকার তিন-চার দিনের মধ্যে চার নম্বর স্তর শেষ করে ফেলেছিল। জাসিন্ডা নিউজিল্যান্ডে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা আগেভাগেই করেছিলেন। তিনি জেনেছিলেন, অধিকাংশ সংক্রমণই হয়েছিল বিদেশ থেকে আসা পড়ুয়া এবং ইরান ও চীন থেকে ফেরা মানুষের মাধ্যমে। তিনি প্রথমেই এদিক গুরুত্ব দিয়ে করোনাকে রুখে দিয়েছিলেন। জাসিন্ডার পরিকল্পিত এই কর্মউদ্যোগের বিষয়টি নজর কাড়ে গোটা বিশ্বেরই। পর্যবেক্ষকদের মতে, কীভাবে দেশের নাগরিকদের আস্থা অর্জন করতে হবে, এটা জাসিন্ডা তার কর্ম দিয়ে দেখিয়ে দিয়েছেন। এসব কারণেই মানুষ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডর্নকে খুবই ভরসা করেন। তাই মানুষ সরকারি সতর্কতা ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করেছেন, প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং সরকার যা করছে, তার ওপর অগাধ আস্থা রেখেছেন এবং ভোটের মাধ্যমে তার জবাব দিয়েছেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা