বেশ কতগুলো কারণে নিউজিল্যান্ডের নির্বাচনে বিপুলভাবে দ্বিতীয় দফায় বিজয়ী হয়েছেন জাসিন্ডা আরডার্নের দল। পর্যবেক্ষকরা বলছেন, নিউজিল্যান্ডের রাজনীতিতে অনুপ্রেরণামূলক নেতৃত্ব এবং তুখোড় বিপর্যয় মোকাবিলা করার দক্ষতার কারণেই এ বিজয় সম্ভব হয়েছে। এ কারণে শুধু দেশ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেন জাসিন্ডা। সূত্র : অনলাইন। পর্যবেক্ষকদের অভিমত, অতিমারী করোনা রুখতে অতিসক্রিয় ভূমিকা পালন করেন জাসিন্ডা। গত জুন মাসের ৯ তারিখ নিউজিল্যান্ড নিজেদের করোনামুক্ত দেশ হিসেবে ঘোষণা করে। কারণ ২৯ মের পর থেকে সে দেশে কেউ করোনায় আক্রান্ত হননি। বিশেষ করে নির্বাচনে জাসিন্ডার বিপুল জয়ের নেপথ্যে করোনাকালে পরিকল্পিত ‘কাজকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তিনি বাস্তবসম্মতভাবে করোনারোধী চার দফা পরিকল্পনা গ্রহণ করেছিলেন। চারটি পর্যায়ের একটি ছিল স্বাস্থ্য সতর্কতা ব্যবস্থা। হিসেবে দেখা গেছে, ২০ মার্চের কাছাকাছি জাসিন্ডার সরকার তিন-চার দিনের মধ্যে চার নম্বর স্তর শেষ করে ফেলেছিল। জাসিন্ডা নিউজিল্যান্ডে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা আগেভাগেই করেছিলেন। তিনি জেনেছিলেন, অধিকাংশ সংক্রমণই হয়েছিল বিদেশ থেকে আসা পড়ুয়া এবং ইরান ও চীন থেকে ফেরা মানুষের মাধ্যমে। তিনি প্রথমেই এদিক গুরুত্ব দিয়ে করোনাকে রুখে দিয়েছিলেন। জাসিন্ডার পরিকল্পিত এই কর্মউদ্যোগের বিষয়টি নজর কাড়ে গোটা বিশ্বেরই। পর্যবেক্ষকদের মতে, কীভাবে দেশের নাগরিকদের আস্থা অর্জন করতে হবে, এটা জাসিন্ডা তার কর্ম দিয়ে দেখিয়ে দিয়েছেন। এসব কারণেই মানুষ প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডর্নকে খুবই ভরসা করেন। তাই মানুষ সরকারি সতর্কতা ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করেছেন, প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং সরকার যা করছে, তার ওপর অগাধ আস্থা রেখেছেন এবং ভোটের মাধ্যমে তার জবাব দিয়েছেন।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
যে কারণে বিপুল ভোটে বিজয়ী জাসিন্ডা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর